ঢাকামঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কক্সবাজার মহাসড়কে পরিবহনে গাদাগাদি,ভাড়া দ্বিগুণ : ভোগান্তিতে যাত্রী।

প্রতিবেদক
নিউজ এডিটর
৭ এপ্রিল ২০২১, ৫:০৯ অপরাহ্ণ

Link Copied!

আব্দুল গফুর, কক্সবাজার :

সরকারি নিষেধাজ্ঞা চলাকালে সোমবার ও মঙ্গলবার কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কে দেখা যায়নি গণপরিবহন বাস। তবে মহাসড়কের কক্সবাজার অংশে চলছে অটো বিশেষ করে সিএনজি ও টমটম। মোটরসাইকেলে করেও অনেককেই বিভিন্ন স্থানে যাতায়াত করতে দেখা গেছে।

ওইসব পরিবহনে গাদাগাদি করে যাত্রী তুলে দ্বিগুণ ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার সোমবার থেকে সারা দেশে ‘লকডাউন’ ঘোষণা করার পাশাপাশি সকল গণপরিবহন বন্ধ করলেও মহাসড়কের কক্সবাজার অংশে বন্ধ হয়নি।

কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের শহরে বাজারঘাটা,কলাতলী, বাসটার্মিনাল, লিংক রোড় ও বাংলাবাজার সহ এলাকা ঘুরে দেখা গেছে, একটি টমটম গাড়িতে ৫-০৮ জন, ছুটে চলছে। মহাসড়কের গণপরিবহন চলাচল বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করতে দেখা গেছে।
বাংলাবাজার থেকে সদর হাসপাতাল রোড়ে আসা যাত্রী এম মোস্তাসিম উল্লাহ জানান, অন্য সময় বাংলাবাজার থেকে ২০ টাকায় বাজারঘাটা আসি। আজ শহরে টুকতে টানা তিন বারে গাড়ি পাল্টাতে ৪০-৫০ টাকা দিয়ে আসতে হয়েছে।

এ ব্যাপারে কক্সবাজার পুলিশ প্রশাসন জানান, বিষয়টি নজরে এসেছে। প্রথম দিন হিসেবে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। তারপরও বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।

85 Views

আরও পড়ুন