ঢাকাসোমবার , ৬ মে ২০২৪
  1. সর্বশেষ

আল-আমীন সরকারের কবিতা: মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার বিজয়

প্রতিবেদক
নিউজ এডিটর
২১ মার্চ ২০২৩, ৯:১৫ অপরাহ্ণ

Link Copied!

——–
মা মাগো ওমা
বাংলাদেশ আমার মাতৃভূমি মা।
তোমায় ডাকার শব্দে পাই স্বাধীনতা।
এ পাওয়া যেমন মধুরতা
তেমনি ত্যাগের বীরল ইতিহাসের মহিমা।
সমভ্রম হারিয়ে কারো আত্মহত্যা
কেহ আবার বীরাঙ্গনা।
স্বাধীন বাংলার মানচিত্র যে
বাঙ্গালির রক্তে আঁকা।
লাখো লাখো শহীদের প্রাণ দানের কথা
প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে থাকবে গাথা।

মা মাগো ওমা
কতনা গল্প শুনেছি তোমার মুখে।
দেখেছি কত,
সে গল্পের চিত্র তোমার চোখে।
আমি যে বহুবার দেখেছি,
তোমার গল্পে তোমাকে হারাতে।
তোমার সেই হারিয়ে যাওয়া দেখে,
আমিও যে নিজেকে হারাতাম ১৯৭১ সালে।

মা মাগো ওমা
অপেক্ষা আর সান্তনা
মাঝে মাঝে বাড়ায় ভীষণ যন্ত্রণা।
মা আমার বাবা কি আর আসবে না?
প্রতি বছর এই বিজয়ের মাসে বলো বাবা আসবে
কিন্তু বাবা যে আসেনা।
আমি শুনতে চাই আমি বুঝতে চাই
আমি দেখতে চাই আমার বাব কোথায়?

শোন তাহলে খোকা,
মা বাবা হারালাম
বোন হারালাম ভাই হারালাম।
সব হারিয়ে যুদ্ধে গেলাম।
বহু ত্যাগের বিনিময়ে বিজয় হয়ে
বিজয় নিয়ে স্বাধীনতা আনলাম।

শোন শোন খোকা
গর্বে আমার আজও প্রাণ ভরে যায়।
বলতে আমার নেই কোন দিধা।
আমি মুক্তি যোদ্ধা,
আমিই আবার বীরাঙ্গনা
আমি বীরাঙ্গনা আমি বীরাঙ্গনা
আর তাই তোর নাম রেখেছি বিজয়।
তুই যে বাংলার বিজয় তুই বাংলার স্বাধীনতা।

মা মাগো ওমা আমি গর্বিত
বাংলাদেশ আমার মাতৃভূমি আর তুমি আমার মা।
তুমি আমার স্বাধীনতা তুমি সবার বাংলা।

347 Views

আরও পড়ুন

বজ্রপাতে অগ্নিদগ্ধ হয়ে খাগড়াছড়িতে নিহত-৩

দুবাই ইন্টারন্যাশনাল সাইন্স ফেস্টে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা সাইন্স ক্লাবের অংশগ্রহণ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারারো যুবক,আহত ৩

কুবির তিন হলে তিন হাউজ টিউটর নিয়োগ

শিলাবৃষ্টিতে দোয়ারাবাজারে সহস্রাধিক ঘর ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজারে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আব্দুল মতিন খান

আনোয়ারায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন হাবিবের উঠান বৈঠক

শেরপুরের নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আজ থেকে রেলের বাড়তি ভাড়া কার্যকর । জেনে নিন কোন রুটে কত বেড়েছে-

বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা

বিতর্কে জয়ী রাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল

জৈন্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক পেয়ে আনুষ্টানিক প্রচারণা শুরু।