মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতাঃ
নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবীতে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে হিলি-দিনাজপুর, হিলি-বগুড়া পথে অনিদ্রিষ্টকালের জন্য যাত্রিবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন চালকরা। এর সাথে নতুন করে যোগ হয়েছে রংপুর বিভাগে বাস ধর্মঘট।
চালকরা নিজ নিজ গাড়ি বন্ধ রেখে এই কর্মসুচি পালন করছেন। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ওই পথে চলাচলরত যাত্রিরা বাস না পেয়ে চরম বিপাকে পড়েছেন। বিকল্প উপায়ে ভেঙ্গে ভেঙ্গে সিএনজি অটো রিক্সা যোগে গন্তব্যে পৌছানোর চেষ্টা করছেন। সেক্ষেত্রে তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। তবে হিলি-ঢাকা, হিলি-জয়পুরহাট রুটে বাসসহ সকল রুটে পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক রয়েছে।
চালকরা জানান, নতুন আইনে আমাদের বাস চালানো সম্ভবনা, কোন চালক ইচ্ছা করে দুর্ঘটনা ঘটাইনা, কিন্তু এখন দুর্ঘটনা ঘটলেই তাতে কেউ মারা গেলে নতুন আইনে চালকের মৃত্যুদন্ড বা আহত হলে ৫ লাখ টাকা দিতে হবে। আমাদের এতো টাকাও নাই আর আমরা বাস চালায়ে জেলখানায় যেতে চাইনা। তাই নতুন আইন সংস্কারের দাবীতে আমরা নিজেরাই বাস চলাচল বন্ধ রেখেছি। এছাড়াও দিনাজপুরে বিআরটিসির শ্রমিকদের সাথে আমাদের শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আজ রংপুর বিভাগে বাস ধর্মঘট রয়েছে।