ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

পঞ্চগড়ে আহমদিয়া জলসাকে কেন্দ্র করে সহিংস ঘটনায় আটোয়ারীতে আটক ০৮

প্রতিবেদক
নিউজ এডিটর
৭ মার্চ ২০২৩, ৫:৪৩ অপরাহ্ণ

Link Copied!

আটোয়ারী,পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের আহমদিয়া সম্প্র্রদায়ের বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় আটোয়ারী থানা পুলিশ গত দুই দিনে অভিযান চালিয়ে ৮ ব্যক্তিকে আটক করেছেন।

সোমবার (৬মার্চ) রাতে পুলিশ উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালুপাড়া এলাকার মৃত: দিদার আলীর পুত্র মোঃ আবুল হোসেন (৪৭), রাধানগর ইউনিয়নের বড়দাপ এলাকার মৃত: মোঃ আজিজুল হকের পুত্র মোঃ তাহেরুল ইসলাম (৪২), বলরামপুর ইউনিয়নের চুচুলী বটতলী এলাকার মৃত: মোঃ আলিম উদ্দীনের পুত্র মোঃ শফিকুল ইসলাম (৪২) ও একই এলাকার মৃত: মোঃ আঃ গফুরের পুত্র মোঃ মোস্তফা কামাল (৬০) কে আটক করে। এর আগের দিন ৫ মার্চ রাতে বলরামপুর ইউনিয়নের দুহসুহ এলাকার মৃত. মোঃ আঃ রাজ্জাকের পুত্র মোঃ নজরুল ইসলাম টিপু (৩৪), একই এলাকার মৃত. মোঃ আব্দুস সাত্তারের পুত্র মোঃ মইনুল হোসেন (৪৫), তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝাড় এলাকার মৃত. টেমড়া মোহাম্মদের পুত্র মোঃ বৈশাখু (৪৪) ও আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী এলাকার মোঃ মইনুল হকের পুত্র মোঃ সাদেকুল ইসলাম (৩২) কে আটক করে জেলহাজতে প্রেরণ করেন।

এ প্রসঙ্গে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, উপজেলায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে যে কোন ধরনের নাশকতা প্রতিরোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটোয়ারী থানা পুলিশ প্রতিদিন জেলা শহর অভিমূখী বিভিন্ন রাস্তায় তল্লাশী চালাচ্ছেন। পাশাপাশি জেলার রিকুজিশন সহ ব্যাপক তদন্ত করে আসামী ধরা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩ মার্চ পঞ্চগড়ে আহমদিয়া সম্প্র্রদায়ের বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ২ ব্যক্তির প্রাণহানী হয় এবং পুলিশ, সংবাদকর্মী সহ অসংখ্য মানুষ আহত হন। এসময় অনেক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়। সৃষ্ট সহিংসতার ঘটনায় ৭ মার্চ সকাল পর্যন্ত সর্বমোট ১০ মামলায় ১৬ জনের নাম সহ অজ্ঞাত ৮ হাজারের অধিক ব্যক্তির নামে পুলিশ, র‌্যাব ও আহমদিয়া সম্প্রদায়েরের পক্ষে মামলা দায়ের করা হয়েছে।

213 Views

আরও পড়ুন

কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি প্রদান ও ‘মিৎয়েং’ স্মারকের মোড়ক উন্মোচন

ঘোড়াশালে অগ্নিকান্ডে পুড়ল বসত বাড়ি

শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্হানে দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বনের রাণী লোকালয়ে! ধরা পড়েও ফিরল নিজ রাজ্যে।

বোয়ালখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত

কাপাসিয়ায় আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য গাফ্ফার চৌধুরীর স্মরনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে সোনাগাজীর তিন ইউনিয়নে তাঁতী দলের প্রস্তুতি মিছিল

মহেশখালীতে আলীগের নেতৃত্বে সুন্নি সমাবেশ।

বিশ্বম্ভরপুরে এক দফা-এক দাবি বাস্তবায়নে ইউএনও মফিজের অপসারণে লং ‘মার্চ ও অবস্থান কর্মসূচি