কার এই জগৎ,এই সুন্দর অনন্ত সৃষ্টি?
কে সাজিয়েছে বিশ্বমন্ডল
গ্রহ তারা নক্ষত্ররাজি?
তিনি তো তোমাতে আছেন,
মিশে আছেন সর্বব্যাপি।
নির্মল জীবনের উৎস তিনি,
চিরকাল চিরঞ্জীবি।
প্রেম মমতা ভালোবাসায় তিনি,
চিরসত্য চিরস্থায়ী।
চিন্তা গবেষণায় খুজে নাও তুমি,
তোমার প্রভু আল্লাহর সৃষ্টি।
সিজদাতে লুটিয়ে কর তাকে প্রণাম ভক্তি।
কে তিনি?- কার হাতে
মহাবিশ্ব নিয়ন্ত্রণের কলকাঠি ?
যার ইচ্ছাতে হলো,-স্তরে স্তরে
সপ্ত আকাশমন্ডল তৈরি ।
কোন সে মহান সত্তা তিনি?
মর্যদাবান অসীম শক্তিশালী।
যিনি বিশাল সাম্রাজ্যের অধিপতি
মহাপ্রজ্ঞাবান হেফাযত কারী।
এই জগতের জীব-জড় আছে যা কিছু
সর্বদা পাঠ করে প্রভূ আল্লাহর নামে তাসবিহ|