এ.কে আজাদ
বিশ্বটা আজ
বাংলা ভাষার ভক্ত,
তারা কি জানে
এ-যে একুশের রক্ত?
তারা কি জানে? বাংলার
প্রতিটি বর্ণ রক্তে ভেজা,
রিক্ত একুশের বুকে সিক্ততা
শহিদেরা দিয়েছিল রক্ত তাজা।
সেই তাজা রক্ত মিশে
বাংলার মাঠে আর ঘাসে,
বাতাসে এখনো এর রক্তমাখা
গন্ধ ভেসে আসে।
পাখির সুরে, বনচারী বাতাসের তালে
যখন বনলতা দোলে,
সেই শিহরিত সুরে ভাসে রক্ত
যেন, শহিদেরা একুশের কোলে।
যেন সবুজের বুকে, আলতো
শিশিরে ভেজা সকাল,
চক্ষুগোচরে ভেসে ওঠে
সেই শিহরিত, সিক্ত বিকাল।
যে বিকাল সালাম, রফিক, জব্বারের
তাজা রক্তে কেনা,
সেই রক্তের বুদবুদ লিলাক্ষেত্র
বিশ্বের মাঝে অজানা।
এখনো রক্ত খুঁজলে পাবে তুমি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে,
যেন শহিদেরা মিশে আছে
বাংলার পথে-ঘাটে।
সেই তাজা রক্ত যায়নি
মাঠির অতলে হারিয়ে,
প্রকৃতির লিলায় হয়েছে আমরণ
আছে বাংলার বসতিকে জড়িয়ে।
বাংলা ভাষার সুর, যতদিন
সজীব, প্রকৃতির মাঝে,
শহিদের রক্তের চিহ্ন মুছবে না
থাকবে প্রকৃতির ভাঁজে।
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা