ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সুনামগঞ্জ সাহিত্য সংসদ এর উদ্যোগে জাতীয় গ্রণ্হাগার দিবস উদযাপিত

প্রতিবেদক
নিউজ এডিটর
১১ ফেব্রুয়ারি ২০২৩, ৮:০৭ অপরাহ্ণ

Link Copied!

মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জ সাহিত্য সংসদ (সুসাস) এর উদ্যোগে ৫ ফেব্রুয়ারী ২০২৩ ইংরেজি জাতীয় গ্রণ্হাগার দিবস উদযাপিত হয়েছে।

“স্মার্ট গ্রণ্হাগার,স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সকাল সাড়ে ১০ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দিবসটি পালন করেছে সুনামগঞ্জ সাহিত্য সংসদ (সুসাস)।

সুনামগঞ্জ সাহিত্য সংসদ এর সভাপতি কবি ও ছড়াকার শেখ একেএম জাকারিয়া’র সভাপতিত্বে ও মিতালী বেগম তালুকদার এবং রাহমান তৈয়ব’র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখ্ত।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাসন রাজা গবেষক সামারিন দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশন এর গীতিকার শেখ এম ওয়ারিশ,কবি ও ছড়াকার আইয়ুব বখত বাহলুল,এ্যাড. শাহ আলম মহিউদ্দিন, এ্যাড. আমিরুল হক,তাহিরপুর সাহিত্য ও সখগীত সংস্থার সভাপতি মোছায়েল আহমেদ, কবি ও সংগঠক মাসুদ আহমেদ, ইমামুল ইসলাম রানা,মামুন সুলতান,মিজানুর রহমান।

২য় পর্বে বিকালে সুনামগঞ্জ সাহিত্য সংসদ এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেখ একেএম জাকারিয়া’র সভাপতিত্বে ও কবি ও ছড়াকার ওবায়দুল হক মুন্সী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও ছড়াকার ইয়াকুব বখত বাহলুল।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশন এর গীতিকার শেখ এম ওয়ারিশ,কবি ও ছড়াকার আইয়ুব বখত বাহলুল, এ্যাড. শাহ আলম মহিউদ্দিন, এ্যাড. আমিরুল হক,তাহিরপুর সাহিত্য ও সখগীত সংস্থার সভাপতি মোছায়েল আহমেদ, কবি ও সংগঠক মাসুদ আহমেদ, ইমামুল ইসলাম রানা,মামুন সুলতান,মিজানুর রহমান। আরো বক্তব্য রাখেন ওবায়দুল হক মিলন,মোঃ আবু সঈদ,সাজ্জাদুর রহমান, নজরুল ইসলাম সহ অনেক।

এর আগে কেক কেটে সুসাস এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেন পৌর মেয়র নাদের বখত।
৩য় পর্বে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্টান ও কবিতা,ছড়া পাঠের আসর অনুষ্টিত হয়।

282 Views

আরও পড়ুন

জুলাই আন্দোলন’ নিয়ে কটূক্তি: আলিম পরীক্ষার্থীকে পুলিশের হাতে সোপর্দ

পুলিশ ক্যাডারে প্রথম হলেন মৌলভীবাজারের শরীফ

দলের কঠিন মুহূর্তে সাহস ও নেতৃত্ব দিয়েছি, আমি মনোনয়ন প্রত্যাশী: মোস্তাফিজুর রহমান

মিসরে ৫ বাংলাদেশী শিক্ষার্থীর অনন্য অর্জন

চকরিয়া সরকারি হাসপাতালে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি প্রদান

রামুর কচ্ছপিয়ায় কৃষি উপকরণ বীজ- সার নারিকেল চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের লিডারশিপ ট্রেনিংয়ে নেতৃবৃন্দরা

জুলাই : নতুন বাংলাদেশের অধরা স্বপ্ন !! খানিক মুক্তি জালিমের থাবা থেকে

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ