ঢাকামঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. রাজনীতি

দোয়ারাবাজারে ৯টি ইউনিয়নে বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ এডিটর
১১ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৩৬ অপরাহ্ণ

Link Copied!

এম এ মোতালিব ভুইয়া ঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে বিএনপি পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রা করে উপজেলার বাংলাবাজার, নরসিংপুর,দোয়ারাবাজার সদর,মান্নারগাও, পান্ডারগাও,দোহালিয়া,লক্ষীপুর, বোগলাবাজার ও সুরমা ইউনিয়ন।

গ্যাস, বিদ্যুৎ, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

বাংলাবাজার ইউনিয়নে উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান সামছুল হক নমূ, নরসিংপুর ইউনিয়নে যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী, দোয়ারাবাজার সদর ইউনিয়নে যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান খছরু, মান্নারগাও ইউনিয়নে জেলা বিএনপির সহসভাপতি ও টিম লিডার আবুল কালাম আজাদ,পান্ডারগাও ইউনিয়নে আহবায়ক কমিটির সদস্য এইচ এম কামাল,দোহালিয়া ইউনিয়নে সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার,লক্ষীপুর ইউনিয়নে জেলা বিএনপি নেতা নুর আলম,বোগলাবাজার ইউনিয়নে সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার ও সুরমা ইউনিয়নে যুগ্ম আহবায়ক হারুনুর রশিদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন।

উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান সামছুল হক নমূ জানান, আমরা কেন্দ্রের নির্দেশে প্রতিটি ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করেছি। আমরা লিফলেট মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করতে কাজ করেছি।দলের প্রতিটি কর্মসূচির মতো দোয়ারাবাজার উপজেলা বিএনপি প্রতি ইউনিয়নে এ পদযাত্রাও সফল করেছি।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার বলেন, প্রতিটি কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরব অংশগ্রহণ করেছেন। আমরা রাজপথে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ।

এর আগে দুপুর থেকে প্রতিটি ইউনিয়নে একযোগে এসব কর্মসূচি পালন করেন ইউনিয়নগুলোর নেতাকর্মীরা।

249 Views

আরও পড়ুন

কবিতা:- নক্ষত্রের রাত

ফেনী শহরের বিভিন্ন স্হানে পানি স্যালাইন বিতরণ করেন শিবির নেতাকর্মী’রা

স্কুল, মাদ্রাসায় বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

যশোরে দেশের সর্বোচ্চ ৪২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

কুষ্টিয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

রাজশাহীর সিল্কসিটি ট্রেনে আগুন, ১০ যাত্রী আহত।

তীব্র তাপপ্রবাহের কারণে ৫ জেলার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা।

রাজশাহীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত।

কাটাখালী পৌরসভায় প্রথম নারী মেয়র রাবেয়া সুলতানা মিতু।

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে রাসিক মেয়রের অভিনন্দন।

লোডশেডিংয়ে বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় শেরপুরের কৃষকরা