ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

বইমেলায় ‘ঊষাতন চাকমা’র কাব্যগ্রন্থ ‘পাহাড়সম হৃদয়’

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৫ অপরাহ্ণ

Link Copied!

অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে কবি ঊষাতন চাকমা’র দ্বিতীয় ও বাংলা ভাষায় প্রথম কাব্যগ্রন্থ ‘পাহাড়সম হৃদয়’ প্রকাশিত হয়েছে । চমৎকার ডিজাইনের এ বইটি ঢাকার স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘এবং মানুষ প্রকাশনী’ প্রকাশ করেছে । প্রচ্ছদ করেছেন শ্যামল হুদা। মূল্য রাখা হয়েছে মাত্র ১৫০ টাকা। বইটি ‘এবং মানুষ প্রকাশনী’র ১৮৩ নম্বর স্টলে ২৫% ডিসকাউন্টে পাওয়া যাবে।

‘পাহাড়সম হৃদয়’ কবি ঊষাতন চাকমার এক অনবদ্য সৃষ্টি। ৬৪ পৃষ্ঠার এ বইটিতে আছে ৫৫ টি কবিতা। এ সব কবিতায় লেখকের চারপাশের যাপিত জীবনের গল্প, মনের কথা, বাস্তবতা, অস্থিরতা, চেতনা, পাহাড়, প্রকৃতি ও প্রেম, আনন্দ-বেদনার সহজাত অনুভূতি নিয়ে কাব্যিক ভাষায় প্রকাশ করেছেন।

এবং মানুষ প্রকাশনী প্রকাশক ও সম্পাদক কবি ও গল্পকার আনোয়ার কামাল বলেন, পাহাড়ি জনপদের এই কবির কবিতায় পাহাড়ের মানুষের আত্মবেদনার মর্মরিত বিচ্ছুরণ অনুরণিত হয়েছে। কবি তাঁর যাপিত জীবনে স্বপ্নময় পৃথিবীকে এক অনিন্দ্য সুন্দর আবাসভূমি হিসেবে দেখতে চান। ফলে তিনি তাঁর হৃদয়ের ঔদার্য দিয়ে পাহড়ের সমান হৃদয় ধারণ করতে পেয়েছেন।

ঊষাতন চাকমা ছাত্রজীবন থেকেই লেখালেখির সাথে জড়িত। ছোটোগল্প, প্রবন্ধ, ছড়া ও কবিতা লিখতে পছন্দ করেন। এরমধ্যে কবিতাই তাকে বেশি টানে। কবিতার মাধ্যমে তিনি অনেক কিছু বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি তার ‘পাহাড়সম হৃদয়’সম্পর্কে বলেছেন, সম্মানিত পাঠক সহজ ভাষায় আমার কবিতা পড়ে একটি নতুন স্বপ্নময়, মানবিক ও নান্দনিক জগৎকে আবিষ্কার করে হৃদয়ে ধারণ করতে পারবেন। আশাকরি কবিতাগগুলো সবার ভালো লাগবে।

কবি ঊষাতন চাকমা বৃহত্তর চট্টগ্রামের খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় শান্তিপুর গ্রামে ২ জুলাই ১৯৮০ সালে জন্ম গ্রহন করেন৷ পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স করেছেন। বর্তমানে তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁর স্ত্রী একজন শিক্ষক। তাঁদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।

আরও পড়ুন

জুলাই সনদের স্পষ্ট ব্যাখ্যা দিলে স্বাক্ষর করবে এনসিপি

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড