ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

মারোত এর ৩৬ তম মানসিক রোগী হস্তান্তর

প্রতিবেদক
নিউজ এডিটর
৯ জানুয়ারি ২০২৩, ১:১৫ পূর্বাহ্ণ

Link Copied!

**************************************
মানসিক রোগীদের তহবিল (মারোত) এর প্রশংসনীয় উদ্যোগে টেকনাফে মানসিক রোগী মোহাম্মদ তাজউদ্দীন নিশান(১৮)কে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এটি ৩৬তম মানসিক রোগী নিজ পরিবারের মাঝে হস্তান্তর। মারোত এর আগে আরও ৩৫জন মানসিক ভারসাম্যহীন রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। ৮ই জানুয়ারি সকাল ১০.৩০ মিনিটে এক অনাড়ম্বর অনুষ্টানে তাজউদ্দীনকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
মানসিক রোগীদের তহবিল (মারোত) এর সভাপতি আবু সুফিয়ান জানান, ফেনী জেলার দাগনভুংগা উপজেলার নোয়াদ্দা গ্রামের আলতাফ মুহুরী বাড়ীর গিয়াসউদ্দিন এর ছেলে তাজউদ্দীন। জন্মের সময় মাকে হাড়ায় সে,সেই থেকেই দাদা-দাদী কাছে থেকে মানুষ। কিছুদিন আগে এসএসসি পরীক্ষায় ফল খারাপ হওয়ায় মনের দুঃখে ঘর থেকে বেড়িয়ে পড়ে। ঘুরতে ঘুরতে টেকনাফ উপজেলার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে গিয়ে মারোত কেন্দ্রীয় সহসভাপতি ঝুন্টু বড়ুয়া র দৃষ্টিতে পড়ে। ঝুন্টু বড়ুয়া তাকে ডেকে আদরের সহিত তার নাম পিতার নাম জিজ্ঞেস করলে কিছুটা মিলিয়ে এলাকার মেম্বার এর মাধ্যমে তার পরিবারের নিকট যোগাযোগ করে। তার পরিবার র পক্ষ থেকে তাকে নেওয়ার আগ্রহ প্রকাশ করা হলে তাদেরকে টেকনাফ আসার আমন্ত্রণ জানানো হয়েছে। তাজউদ্দীন এর চাচা আবদুর রহিম সহ দুইজন টেকনাফ আসলে মারোতের পক্ষ থেকে তাদেরকে রিসিভ করে পরিবার পরিজনদের সাক্ষাতের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

মানসিক ভারসাম্যহীন তাজউদ্দীনকে পরিবারের কাছে তুলে দেওয়ার সময় সংগঠনের পক্ষ থেকে এক সংক্ষিপ্ত আলোচনা সভা মানসিক রোগীদের তহবিল (মারোত) এর সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভুমি জনাব এরফানুল হক চৌধুরী। এছাড়া সংগঠন এর প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, সহসভাপতি ঝুন্টু বড়ুয়া, সহসাধারণ সম্পাদক মোবারক হোসেন ভুইয়া, অর্থ সম্পাদক আজিম উদ্দিন, আইটি সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, ত্রান ও পুনর্বাসন সম্পাদক মোহাম্মদ ফেরদৌস ইসলাম ,সদস্য মোশাররফ হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হস্তান্তর শেষে মারোত এর পক্ষে ভিক্টিম এর পরিবার র নিকট শুভেচ্ছা জানানো হয়। এসময় ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে মারোতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

প্রধান অতিথি তার বক্তৃতায় মারোত এর মানবিক কার্যক্রম এর ভুয়সী প্রশংসা করেন ও নিয়মিত কার্যক্রম পরিচালনায় সহযোগিতার আশ্বাস দেন।
মারোত প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল মানবিক কার্যক্রম এ জড়িত সকলের প্রতি ধন্যবাদ দেন।

296 Views

আরও পড়ুন

রেজভীর কৃতিত্ব: গোল্ডেন এ প্লাস পেলেন মণিপুরী মুসলিমের মেধাবী শিক্ষার্থী

পাঙাল হাফেজ শফিকুলের কৃতিত্ব: হিফজ শেষে বিজ্ঞান বিভাগেও জিপিএ-৫

গাইবান্ধায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

কাপাসিয়ায় জেলা জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ

ফেনীর ফুলগাজীতে বন্যায় পানিবন্দিদের উদ্ধার করলো ফুলগাজী ফায়ার সার্ভিস টিম

শান্তিগঞ্জে বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণ 

টেকনাফে চার শতাধিক অসহায়-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে র‌্যাব ও কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে এসএসসি ফলাফলে শীর্ষে সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয় ও পিছিয়ে সুরমা উচ্চ বিদ্যালয়

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?