ঢাকারবিবার , ৫ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

নাইক্ষ্যংছড়িতে বই উৎসব,নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা!

প্রতিবেদক
নিউজ এডিটর
১ জানুয়ারি ২০২৩, ১১:৩৩ অপরাহ্ণ

Link Copied!

মোঃ শাহীন,
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

সারাদেশের ন্যায় বান্দারবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাতেও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। একযোগে উপজেলার ১৮ হাজার ৩৬০জন শিক্ষার্থীদের মাঝে ১লাখ ১৩ হাজার বই বিনামূল্যে বিতরণ করা হয়।

বছরের শুরুর দিনে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে উঠেছে উপজেলার সবক’টি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত একযুগ যাবত প্রতিবারই ১ জানুয়ারি নতুন বই শিশুদের হাতে তুলে দেয়া হয়। দিনটিকে ‘বই উৎসব’ হিসেবে পালন করে আসছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

এ উপলক্ষে ১লা জানুয়ারী রবিবার ২৩ ইং বেলা ১২টায় নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওসমান গনির পরিচালনায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেল শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসব উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ শফি উল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুহিব উল্লাহ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাইনুদ্দীন খালেদ, আহবায়ক আবদুল হামিদ, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল হাফিজুল ইসলাম চৌধুরী, মোঃ শাহীন, মোঃ ইউনুস, জয়নাল আবেদীন টুক্কু, সানজিদা আক্তার রুনা প্রমূখ।

এছাড়াও উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় কলেজ, বাইশারী শাহ নুরুদ্দীন রাহ দাখিল মাদ্রাসা, বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়,বাইশারী আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা, কাগজিখোলা দাখিল মাদ্রাসা, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলী মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারিঝ বুনিয়া, লম্বাবিল, মিরঝিরি, করলিয়ামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার ৫ টি ইউনিয়নের সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা এই প্রতিবেদকে জানান, বিতরণ উৎসবের প্রথম দিনেই বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়েছে।
একই কথা জানালেন সহকারি শিক্ষা অফিসার আকতার উদ্দিন।

তিনি আরও বলেন, উপজেলায় মোট ১৮ হাজার ৩৬০ জন শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ ১৩ হাজার বইএক যোগে বই বিতরণ করা হয়েছে।

160 Views

আরও পড়ুন

মৌলভীবাজারে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আব্দুল মতিন খান

আনোয়ারায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন হাবিবের উঠান বৈঠক

শেরপুরের নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আজ থেকে রেলের বাড়তি ভাড়া কার্যকর । জেনে নিন কোন রুটে কত বেড়েছে-

বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা

বিতর্কে জয়ী রাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল

জৈন্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক পেয়ে আনুষ্টানিক প্রচারণা শুরু।

নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যানের অশিক্ষকসুলভ আচরণের প্রতিবাদ।

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্হান ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ করবে সি.ডি.এ

প্রেমের টানে চলে আসা খাসিয়া নারীকে ভারতে ফেরত

শনিবার যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে