ঢাকারবিবার , ৫ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

দোয়ারাবাজারে ইউপি পুরাতন ভবন এখন ময়লার ভাগাড়,স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা

প্রতিবেদক
নিউজ এডিটর
২১ ডিসেম্বর ২০২২, ৮:৩২ অপরাহ্ণ

Link Copied!

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা ১নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবন ডাস্টবিনে পরিনত হয়েছে। ময়লা আর দুর্গন্ধময় পরিবেশে অতিষ্ঠ হয়ে উঠেছে বাজারের ব্যবসায়ীগন।

চারিদিকে ছড়ানো-ছিটানো পঁচা ও নোংরা আবর্জনার স্তুপ, প্রসাব আর আবর্জনার গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ ও আশেপাশের এলাকা, এমন নোংরা ও দুর্গন্ধময় অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করতে গিয়ে স্বাস্থ্যঝুকিতে পড়েছে আশেপাশের ব্যবসায়ীরা। দেখে বোঝার উপায় নেই এটি কোন ডাস্টবিন নাকি সরকারী কোন ভবন।

বাংলাবাজার ইউনিয়নের প্রাণকেন্দ্রে ইউনিয়ন পরিষদের পরিত্যাক্ত ভবন ও আশপাশ এলাকায় এমন দূরগন্ধময় পরিবেশ বিরাজ করছে। ভবনটি অপসারণ কিংবা পরিচ্ছন্নতার ব্যাপারে কারোর মাথা-ব্যাথা কিংবা এগুলো দেখার যেনো কেউ নাই!

ইউনিয়ন পরিষদের এরিয়ার মধ্যে দু’টি ভবন। যার একটি হচ্ছে নতুন দ্বিতল ভবন, আরেকটি রয়েছে একতল বিশিষ্ট পুরাতন ভবন। পুরাতন ভবনটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় কর্তৃপক্ষ অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করেছে। কিন্তু ভবনটি অপসারণ না করায়, ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে বাজারের লোকজন।

বাজারের লোকজন তা এখন ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে। পরিত্যক্ত ভবনের চারিদিকে ময়লা-আবর্জনার স্তুপ তৈরী হয়েছে। দূষিত বাতাস আর দুর্গন্ধময় পরিবেশে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের ব্যবসায়ী ও পথচারী মানুষ।

ভবনের সামনের ব্যবসায়ী আব্বাস উদ্দিন বলেন, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধময় পরিবেশের কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠছে।

ব্যবসায়ী রাসেল বলেন, পরিত্যক্ত ভবনে অনেকেই এখন প্রসাব করে পরিবেশ নষ্ট করছে। এখানকার নোংরা পরিবেশের কারনে আমরা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি।

বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোছাইন জানান,কিছুদিন আগে পরিস্কার করা হয়েছিল জনগণের সচেতন না থাকায় আবারো ময়লা-আবর্জনা ফেলে দুর্গন্ধময় করেছেন খুব শ্রীগ্রই পরিস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে চেয়ারম্যানের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জনিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা।

51 Views

আরও পড়ুন

জৈন্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক পেয়ে আনুষ্টানিক প্রচারণা শুরু।

নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যানের অশিক্ষকসুলভ আচরণের প্রতিবাদ।

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্হান ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ করবে সি.ডি.এ

প্রেমের টানে চলে আসা খাসিয়া নারীকে ভারতে ফেরত

শনিবার যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

গাইবান্ধা শাহ সিমেন্টের প্রতিটি বস্তায় ৫/৭ কেজি পরিমাপে কম থাকায় দোকানসহ গোডাউন সিলগালা

মিথিলা শ্রেষ্ট শিক্ষার্থী আদমদীঘি জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল ঘোষনা

নাগরপুরে কিশোরগ্যাংয়ের হামলায় বীর মুক্তিযোদ্ধার সন্তান মৃত্যু শয্যায়

রামু উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জনের মনোনয়ন পত্র জমা।

শেরপুরে ছাত্র কল্যান পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুক্তি পেছালো আল্লামা মামুনুল হকের