ঢাকাসোমবার , ৬ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কুলাউড়া পুলিশের অভিযান: চোরাইকৃত মোটর সাইকেলসহ ০৩ চোর গ্রেফতার

প্রতিবেদক
নিউজ এডিটর
৯ ডিসেম্বর ২০২২, ৫:৪৫ অপরাহ্ণ

Link Copied!

রিপন মিয়া, মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন মাগুরা এলাকা হইতে জনৈক সাংবাদিক সঞ্জয় দেবনাথ এর ডিসকোভার ১২৫ সিসি মোটর সাইকেল চুরি হইলে কুলাউড়া থানার মামলা নং-০৪, তারিখ:০৪/১২/২০২২ ধারা: ৩৭৯ পেনাল কোড রুজু করা হয়।

সম সাময়িক সময়ে কুলাউড়া থানা এলাকাসহ আশপাশ এলাকা হইতে বেশ কয়েকটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে। অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম এসআই মোহাম্মদ আমির উদ্দিন, এসআই মোঃ মনির হোসেন, এসআই শাহ আলম, এসআই আব্দুর রহিম জিবান, এএসআই মোঃ নাজমুল হোসেন, এএসআই তপন দেব ও সঙ্গীয় ফোর্সসহ চোরাই মোটর সাইকেল উদ্ধার ও চোর চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযানে নামে।

অভিযান পরিচালনাকালে প্রথমে আন্তঃজেলা ও আন্তঃবিভাগীয় মোটর সাইকেল চোর চক্রের সদস্যদের মধ্যে অন্যতম দুদুর্ষ মোটর সাইকেল চোর কমলগঞ্জ থানাধীন কালেঙ্গা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরকে কুলাউড়া পৌরসভাধীন কাছুরকাপন এলাকা হইতে মোটর সাইকেল এর তালা খোলার ০৪ টি মাস্টার কীসহ আটক করিয়া ব্যাপক জিজ্ঞাসাবাদ করিলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আন্তঃ জেলা ও বিভাগীয় মোটর সাইকেল চোর রাসেলকে কমলগঞ্জ থানার কালেঙ্গা গ্রামের তার শ^শুর বাড়ী হইতে মোটর সাইকেল এর খোলা বডিসহ গ্রেফতার করা হয়।

মোটর সাইকেল চোর জাহাঙ্গীর ও রাসেলকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন মেহেরপুর গ্রাম হইতে চোরাই মোটর সাইকেল গ্রহণকারী/চোর চক্রের অন্যতম হোতা মোটর সাইকেল চোর জুনেদ আহমদকে গ্রেফতার করতঃ তার কাছ থেকে একটি চোরাই পালসার মোটর সাইকেল ও মোটর সাইকেল খোলার যন্ত্রাংশ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

পরবর্তীতে মোটর সাইকেল চোর জাহাঙ্গীর, রাসেল ও জুনেদকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে আন্তঃবিভাগীয় চোর চক্রের সক্রিয় সদস্য সামাদ এর নিজ বাড়ী সিলেট জেলাধীন গোলাপগঞ্জ পানিয়াগাঁ গ্রামে অভিযান পরিচালনা করিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পালাইয়া যায় এবং সামাদের বাড়ী হইতে একটি চোরাই সন্দিগ্ধ সুজুকি মোটর সাইকেল ও একটি আরটিআর মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং তাদের দেওয়া মতে একটি ডিসকোভার মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

পরবর্তীতে ডিসকোভার মোটর সাইকেল এর মালিক মোঃ তোফায়েল আহমদ চৌধুরী (৩৫), পিতা-মৃত মোঃ তুতিউর রহমান চৌধুরী, সাং-মানগাঁও, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার তার মোটর সাইকেল সনাক্ত করিয়া মোট ০৮ জন মোটর সাইকেল চোরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করিলে কুলাউড়া থানার মামলা নং-০৯, তারিখ: ০৯/১২/২০২২ ধারা: ৩৭৯ পেনাল কোড রুজু করা হয়।

মোটর সাইকেল চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

61 Views

আরও পড়ুন

বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ফ্যামিলি বাসাসহ ৪ দোকান পুড়ে ছাই !!

সুন্দরবন’র আগুন নিয়ন্ত্রণে এলেও শংকা কাটেনি এখনও

শেরপুরে ‌’কানেক্ট জাপান এডুকেশন’ ট্রেনিং সেন্টারের উদ্বোধন

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চলছে তীব্র তাপদাহ এতে জনজীবন অতিষ্ঠ গ্রীন ভয়েস কক্সবাজার জেলার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

রাসিক মেয়রের সাথে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।

নাগরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে হোসেন-ওয়াহিদ-কানিজ

রাঙামাটির কাউখালীতে বজ্রপাতে মৃত্যু-১ আহত-৪

বজ্রপাতে অগ্নিদগ্ধ হয়ে খাগড়াছড়িতে নিহত-৩

দুবাই ইন্টারন্যাশনাল সাইন্স ফেস্টে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা সাইন্স ক্লাবের অংশগ্রহণ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারারো যুবক,আহত ৩

কুবির তিন হলে তিন হাউজ টিউটর নিয়োগ