ঢাকাসোমবার , ৬ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

প্রথম আলোতে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় জামালপুরে আ’লীগের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
নিউজ এডিটর
৬ ডিসেম্বর ২০২২, ২:১২ অপরাহ্ণ

Link Copied!

আশরাফুর রহমান রাহাত/জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৮ নভেম্বর বেলা ২ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

সেই সম্মেলনে লোকসমাগম নিয়ে বেলা ১২ টায় নেতিবাচক সংবাদ করে দৈনিক প্রথম আলো। সেই সংবাদ প্রকাশকে ভিত্তিহীন দাবী করে, তার প্রতিবাদে, সংবাদ সম্মেলন করেছে, জামালপুর জেলা আওয়ামী লীগ।

জামালপুর শহরের বকুলতলাস্থ দলীয় কার্যালয়ে
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় সংবাদ সম্মেলনে, লিখিত অভিযোগ পাঠ করেন, জেলা আওয়ামী লীগ নব-নিবাচিত সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ।

লিখিত বক্তব্যে বিজন কুমার চন্দ বলেন, গত ২৮ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে লাখো মানুষের উপস্থিতি থাকলেও দুপুর ১২টায় কিছু ফাঁকা চেয়ারের ছবি নিয়ে জাতীয় দৈনিক পত্রিকা ‘প্রথম আলো’ তাদের অনলাইন ভার্সনে ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করে।প্রিয় সাংবাদিকদের ভাই এবং বন্ধু উল্লেখ করে তিনি বলেন, বিজয়ের মাসে আপনাদের সকলকে মুজিবীয় শুভেচ্ছা।
অত্যান্ত বিক্ষুব্ধ মনে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যুগ যুগ ধরে জাতির পিতা বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রয়েছে। এরকম ষড়যন্ত্র মূলক সংবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রথম আলো বার বার করেছে। এই সংবাদে প্রকাশে, আমরা চুপ করে থাকতে পারিনা।

এসময় তিনি তার লিখিত বক্তব্যে মনে করিয়ে দেন, বাসন্তীকে জাল পরিয়ে ষড়যন্ত্রমূলক ছবি ও সংবাদ
প্রকাশ করা হয়েছিল। এসময় তিনি ১/১১ তে কিছু সংবাদপত্রের বিতর্কিত ভূমিকার কথা তুলে ধরেন।
বিজন চন্দ তার বক্তব্যে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশ ও জাতির জন্য ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানিয়ে বলেন, দেশের এবং জামালপুরের চলমান উন্নয়ন নিয়ে, সংবাদ প্রকাশের প্রত্যাশা করছি।

অনেক অঅপেক্ষায় পর, গত ২৮ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক,বাহাউদ্দীন নাসিম, মীর্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, অসিম কুমার উকিল, মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং সহ অনেকে।

লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। তিনি বলেন, উলফার টাকায় প্রতিষ্ঠিত প্রথম আলো বার বার আওয়ামী লীগ নিয়ে ষড়যন্ত্র করেছে প্রথম আলো। জাতীয় সংসদেও তাদের ভিত্তিহীন সংবাদ নিয়ে আলোচনা হয়েছে। তাই তাদের মিথ্যা সংবাদ সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রীর শেখ হাসিনাও অবগত রয়েছেন।

জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

74 Views

আরও পড়ুন

বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ফ্যামিলি বাসাসহ ৪ দোকান পুড়ে ছাই !!

সুন্দরবন’র আগুন নিয়ন্ত্রণে এলেও শংকা কাটেনি এখনও

শেরপুরে ‌’কানেক্ট জাপান এডুকেশন’ ট্রেনিং সেন্টারের উদ্বোধন

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চলছে তীব্র তাপদাহ এতে জনজীবন অতিষ্ঠ গ্রীন ভয়েস কক্সবাজার জেলার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

রাসিক মেয়রের সাথে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।

নাগরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে হোসেন-ওয়াহিদ-কানিজ

রাঙামাটির কাউখালীতে বজ্রপাতে মৃত্যু-১ আহত-৪

বজ্রপাতে অগ্নিদগ্ধ হয়ে খাগড়াছড়িতে নিহত-৩

দুবাই ইন্টারন্যাশনাল সাইন্স ফেস্টে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা সাইন্স ক্লাবের অংশগ্রহণ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারারো যুবক,আহত ৩

কুবির তিন হলে তিন হাউজ টিউটর নিয়োগ