ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

উৎকোচ দাবি’র অভিযোগে,টেকনাফ স্থলবন্দর থেকে পণ্য সরবরাহ বন্ধ

প্রতিবেদক
নিউজ ভিশন
৩০ নভেম্বর ২০২২, ১২:৪৫ পূর্বাহ্ণ

Link Copied!

ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর থেকে মিয়ানমার থেকে আমদানি করা পণ্য সরবরাহ বন্ধ রেখেছে ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনরা মঙ্গলবার(২৯নভেম্বর)সন্ধ্যার পর স্থলবন্দর থেকে৪৫টি পণ্যবাহী ট্রাক ও কার্ভাড ভ্যান দেশের বিভিন্ন জেলায় যাওয়া কথা থাকলেও এসব ট্রাক সরবরাহ বন্ধ রেখেছে ব্যবসায়ী ও স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
টেকনাফ স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমান বলেন,শুল্ক গোয়েন্দা বিভাগের একটি চিঠির প্রেক্ষিতে গত১৫নভেম্বর থেকে দিন বন্দর থেকে সারাদেশে আচার ও সুপারির সরবরাহ বন্ধ ছিল।২৫নভেম্বর থেকে পন্য সরবরাহ স্বাভাবিক হয়।কিন্তু মঙ্গলবার পণ্যবাহী ট্রাকের কাগজ পত্র যাচাইয়ের নামে ব্যবসায়ীদের হয়রানী শুরু করে শুল্ক গোয়েন্দা বিভাগ।তিনি আরো অভিযোগ করে বলেন,শুল্ক গোয়েন্দা বিভাগ চট্টগ্রামের সহকারি কমিশনার উত্তম চাকমা বন্দর থেকে পন্যবাহী প্রতিটি ট্রাক থেকে প্রতিটনে এক হাজার ও গাড়ি প্রতি এক হাজার টাকা করে চাঁদা দাবি করছে।অথচ এসব ট্রাকের সকল রাজস্ব ঠিকভাবে পরিশোধ করে ছাড়পত্র নেয়া হয়েছে।এখন ব্যবসায়ীরা বাধ্য হয়ে স্থলবন্দরে পণ্যবাহী যানবাহন এলোমেলো ভাবে রেখে পরিবহন বন্ধ করে দিয়েছেন।ফলে মঙ্গলবার সন্ধ্যার পর৪৫টি ট্রাক ও কার্ভাড ভ্যান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে না পারায় স্থলবন্দরে আটকা পড়েছে।
স্থলবন্দর পরিচালনাকারি ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক (হিসাব)মো.জসিম উদ্দিন চৌধুরী বলেন,বন্দরে পণ্যবাহী ট্রাকের যানজট সৃষ্টি হয়েছে।নারিকেল,সুপারিশুঁটকি, আদা,আচার ও কাঠ নিয়ে৪৫টি ট্রাক রওয়ানা হওয়ার কথা ছিল।প্রথমে শুল্ক বিভাগ কাগজপত্র যাচাইয়ের কথা বললেও পরে ব্যবসায়ীরা নিজেই পণ্য সরবরাহ বন্ধ রেখেছেন।তবে শুল্ক গোয়েন্দা বিভাগ একটি চিঠি দিয়ে কয়েকটি ট্রাকের পণ্য সরবরাহ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন।
টেকনাফ শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা মোকামাল হোসেন বলেনউর্ধ্বতন কর্মকর্তার আদেশে ট্রাকের কাগজ পত্র যাচাইয়ের নির্দেশ দেয়া হয়।টাকা দাবি বিষয়ে কোনো কথা বলতে তিনি রাজী হননি।
টেকনাফ কাস্টমসের রাজস্ব কর্মকর্তা লুৎফুল হক বলেন,ট্রাকে যেসব পণ্য নেয়া হয়েছে তার রাজস্ব আদায় করা হয়েছে।আরও পন্য বন্দরে মজুদ রয়েছে।এসব পণ্যের কিছু-কিছুও রাজস্ব আদায় করা হয়েছে।তবে পণ্যবাহী কয়েকটি ট্রাক নিয়ে গোয়েন্দা সংস্থার আপত্তির মুখে বন্ধ থাকার কথা শুনেছি।তবে রাজস্ব বিভাগের কোন আপত্তি নেই।
বিষয়টি নিয়ে শুল্ক গোয়েন্দা বিভাগ চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার নুরুল বশরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন এবং পরে আলাপ করবেন বলে ফোন কেটে দেন।এর ঘন্টা পর রাত৮টা১৫মিনিটের আবারও ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
অভিযুক্ত শুল্ক গোয়েন্দা বিভাগ চট্টগ্রামের সহকারি কমিশনার উত্তম চাকমা বলেন,তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি মিথ্যা বলে দাবি করেন তবে কাগজপত্রের সমস্যা থাকায় কয়েকটি পণবাহী ট্রাকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ের শেষে ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

269 Views

আরও পড়ুন

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!

উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইসহাকের জানাযা সম্পন্ন

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি -২০২৫

টঙ্গীতে উঠান বৈঠকে কামরুল ইসলাম কামু : “ভোট বিক্রি মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট করা”

পরিবারের সাংবাদিক সম্মেলন
চকরিয়ায় সাজানো ধর্ষণ ঘটনায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

বি এম কলেজ উত্তরণের সভাপতি নুসরাত- সম্পাদক প্রকাশ।

অভিযোগে আলোচিত এসিল্যান্ড রয়া ত্রিপুরা, শেষমেশ পতেঙ্গায়

ইউএনও অনুমতিপত্র জালিয়াতি করে মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচারের ঘটনায় মামলা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহুর্তে জায়গা পরিবর্তনের কোন সুযোগ নাই ——————-সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের

বোয়ালখালীতে ১৯৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৬০০বস্তা সারসহ ট্রলার জব্দ,আটক-১০