ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. রাজনীতি

শান্তিগঞ্জে কমিটি গঠনের ৩ ঘণ্টার মাথায় আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ!

প্রতিবেদক
নিউজ এডিটর
১৬ নভেম্বর ২০২২, ১২:৫০ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আট সদস্যের কমিটি গঠনের তিন ঘণ্টার মাথায় জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগসহ ব্যক্তিগত কারণ দেখিয়ে দুই নেতা পদত্যাগ করেছেন। আর কমিটির অপর একজন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এতে জেলার রাজনৈতিক অঙ্গণে আলোচনার জন্ম দিয়েছে।

পদত্যাগীরা হলেন- নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি বুরহান উদ্দিন দোলন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়া।

আর পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জিতু।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ৯ টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পৃথক পদত্যাগপত্র জামা দেন দুই নেতা দোলন ও মাসুদ। সহ-সভাপতির পদ পাওয়া দোলন পদত্যাগপত্রে উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে সম্মেলন করার পর মূল দলের রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেন।

আর যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পাওয়া মো. মাসুদ মিয়া শারীরিক অসুস্থতার কথা পদত্যাগপত্রে উল্লেখ করেন।
যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। তবে আগের কমিটিতে আমি সহ-সভাপতি ছিলাম। আর নতুন কমিটি আমাকে তিন নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি গঠনের ক্ষেত্রে জ্যেষ্ঠতা না মানাও পদত্যাগের একটি অন্যতম কারণ।

এদিকে, যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পাওয়া সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু বুধবার পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার দিনভর শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সস্মেলন শেষে সন্ধ্যায় আট সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে জেলা আওয়ামী লীগ। এতে সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধরকে সভাপতি ও পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সচিব হাসনাত হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান এ বিষয়ে নিউজভিশনকে বলেন, আমি তাদের পদত্যাগপত্র পেয়েছি। তাদেরকে ডেকে জিজ্ঞেস করব কেন তারা এমনটা করেছে। এর পরে করণীয় নির্ধারণ করা হবে।

290 Views

আরও পড়ুন

দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয় ঐক্যমত্যের বিকল্প নেই–মিয়া গোলাম পরওয়ার

রাঙামাটির কাপ্তাই লেকে সাঁতার প্রতিযোগিতা সাড়ে ১৩ কিলোমিটার পথ পাড়ি দেবে

কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের কাউন্সিলে হামলা, ডেইলি স্টারের সাংবাদিক আহত

লোহাগাড়ায় সেনা অভিযানে ২ জনের কাছে মিললো চোলাইমদ,গাঁজা, ও দেশীয় অস্ত্র

নাগরপুরে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের পুকুর পরিষ্কার অভিযান

লোহাগাড়ায় ছাত্রদল নেতা ফজলুর নেতৃত্বে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কক্সবাজার জেলা জামায়াতের নতুন মজলিসে শূরা ও কর্মপরিষদ গঠিত

শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুইজন খুনঃ আটক ৪

জামায়াত বৈষম্যমুক্ত ও ন্যায় ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চায়-মাওলানা আবদুল হালিম

“মন করিডোরে আলোর মিছিল ” মানুষের হৃদয়ের কথা বলে – মো. ইলিয়াস

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে বাংলাদেশের ভবিষ্যত কেমন হবে?