জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গোল চত্ত্বরের ভিতরের কাঠ বাদামের গাছ ঝড়ে ভেঙ্গে পড়লে গাছের চারদিকে দেওয়া গোল চত্বরটি ভেঙ্গে ফেলা হয়। এটি ভাঙ্গায় ক্যাম্পাসে বসার জায়গার সংকট অনুভব করেন শিক্ষার্থীরা ৷
গত সোমবার রাতে সিত্রাংয়ের ফেলে সৃষ্ট ঝড়ে কাঠ বাদামের কাজটি উপরে পড়লে গাছটি সরানোর হয় এবং গাছটির চারপাশে দেওয়া চত্বরটি ভেঙ্গে ফেলা হয়। ক্যাম্পাস ছোট হওয়ায় অনেক শিক্ষার্থী সেখানে বসে গল্পগুজব সহ গ্রুপ স্টাডি করতেন বলে জানা যায়।
ক্যাম্পাসে বসার সংকট প্রসঙ্গে ইসলামের ইতিহাস বিভাগের অভি বলেন, আমাদের ক্যাম্পাসে এমনিতেই বসার জায়গার অনেক সংকট। রাতে ক্যাম্পাসে বসার কোন জায়গা থাকে নাহ। এটা ভেঙে ফেলায় আমাদের বসার সংকট অনুভব করছি৷
এদিকে জবি শিক্ষার্থী আরমান হোসেন বলেন, গোল চত্ত্বরটা নাহ ভেঙ্গে ভিতরে একটা নতুন গাছ রোপন করলেই হত। এটা ভেঙ্গে ফেলে আমাদের বসার জায়গা নস্ট করাটা প্রশাসনের একদম ঠিক হয়নি।
এছাড়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে বসার জন্য জায়গার দাবি জানান৷