ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

মহানবী(সাঃ) উপর দরূদ পাঠের ফজিলত

প্রতিবেদক
আলহাজ্ব মাওলানা গোলাম রব্বানী
১৩ অক্টোবর ২০২২, ১২:০৯ অপরাহ্ণ

Link Copied!

মহানবী(সাঃ) উপর দরূদ পাঠের ফজিলত

মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুদ শরীফ পাঠের ফজিলতঃ-

কবির ভাষায়-

রবিউল আউয়াল এলে তোমার গুণ গায়,

রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়,,

যদিও তা এমন হবার নয়-এ মুহুর্তে মহানবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে, দুরুদ শরিফের ফজিলত সম্পর্কে কিছু লেখার চেষ্টা করব-ইনশাআল্লাহ!

মহান আল্লাহর বানী-

بسم الله الرحمن الرحيم, ان الله وملائكته يصلون علىالنبى, ياايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما,,

অর্থ– নিশ্চয় আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি সালাত অর্থাৎ-রহমত (দুরুদ)প্রেরণ করেন। হে মুমিনগণ! তোমরা নবীর জন্যে সালাত অর্থাৎ-রহমতের জন্য দোয়া কর(দুরুদ পড়) এবং তাঁর প্রতি সালাম প্রেরণ কর। (সূরা আল আহযাব:৫৬)

আয়াতের আসল উদ্দেশ্য হলো মুসলমানদেরকে রাসুলুল্লাহ সাঃ এর প্রতি দুরুদ ও সালাম প্রেরণ করার আদেশ দেয়া। প্রথমে আল্লাহ স্বয়ং নিজের ও ফেরেশতাগণের দুরুদ(রহমত) পাঠানোর কথা উল্লেখ করেছেন, অতঃপর সাধারণ মুমিনগণকে দুরুদ প্রেরণের আদেশ দিয়েছেন। (মা’আরেফুল কোরআন)

এতে রাসুলুল্লাহ সাঃ এর মাহাত্ম্য ও মর্যাদা তুলে ধরে মুসলমানদেরকে যে কাজের আদেশ দেয়া হয়েছে সে কাজ আল্লাহ সয়ং নিজে ও তার ফেরেশতাগণও করেন, অর্থাৎ- আল্লাহ ও তদীয় ফেরেশতাদের পক্ষ হতে অনবরত সালাত ও সালাম বর্ষিত হইতে থাকে।
(ইমাম সাখাভী-কওলুল বাদীয়ে) সুতরাং একাজে যত্নবান হওয়া আমাদের উচিত।

>”আল্লাহুম্মা সাল্লি আ’লা মোহাম্মদ”
“ওয়াআ’লা আলি মোহাম্মদ”
>”সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”

এ আয়াতে ‘সালাত’ এর সঙ্গত অর্থ -রাসুলুল্লাহ সাঃ এর সম্মান, প্রসংশা ও শুভেচ্ছা। সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে হলে সারমর্ম হবে ‘রহমত’ তথা অনুগ্রহ, ফেরেশতাদের পক্ষ থেকে হলে সারমর্ম হবে দোয়া ও ইস্তেগফার, এবং সাধারণ মুমিনদের পক্ষ থেকে হলে এর অর্থ দোয়া, প্রসংশা ও সম্মানের সমষ্টি হবে। (মা’আরেফুল কোরআন) সুতরাং, “রাসুলুল্লাহ সাঃ এর মহব্বত অন্তরে লালন করে, সম্মান ও প্রসংশা মূলক দোয়া করাই হলো “দুরুদ”।

আল্লাহ পাকের দুরুদ পড়ার অর্থ হলো-রাসুলুল্লাহ সাঃকে ‘মাকামে মাহমুদ’ অর্থাৎ- সুপারিশের প্রসংশিত অবস্থানে পৌছানো। আর ফেরেশতাদের দুরুদ পড়ার অর্থ হলো-রাসুলুল্লাহ সাঃ এর উচ্চ মর্যাদার দোয়া করা এবং উম্মতের জন্য ক্ষমা চাওয়া। এবং মুমিনদের দুরুদ পড়ার অর্থ হলো-রাসুলুল্লাহ সাঃ এর অনুসরণ-অনুকরণ করা, মহব্বত রাখা এবং গুণাবলীসমুহের প্রসংশা করা।
(আল্লামা আলুসী-রুহুল বায়ান) (কিছু পার্থক্যসহ-ইমাম বুখারী)

ইমাম যায়নুল আবেদীন, আলী ইবনে হোসেন ইবনে আলী রাঃ বলেন- “রাসুলুল্লাহ সাঃ এর উপর বেশি বেশি করিয়া দুরুদ পড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। অর্থাৎ- সে সুন্নী বলিয়া পরিচিত”।

আল্লামা যারকানী বলেন- দুরুদ শরীফের উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম পালন করিয়া আল্লাহর নৈকট্য লাভ করা, এবং প্রিয় নবী সাঃ এর হক্বের সামান্যতম অংশ আদায় করা। (শরহে মাওয়াহেব)

হাফেজ ইজ্জুদ্দীন(ইবনে আসীর) রহঃ বলেন- আল্লাহ পাক আমাদিগকে আমাদের প্রতি রাসুলুল্লাহ সাঃ এর দান ও এহসানের বদলা দিতে নির্দেশ দিয়েছেন। হেদায়েতের দান ও এহসানের বদলা দিতে আমরা সম্পূর্ণ অক্ষম, আর আমরা এই অক্ষমতার দরুন আল্লাহর দরবারে দোয়া করি- “হে আল্লাহ! আমার প্রিয় নবী সাঃ এর শান-মান মোতাবেক আপনিই আমাদের পক্ষ থেকে বদলা দিয়া দিন”। (এটাই দুরুদ শরীফ) (হাফেজ ইজ্জুদ্দীন,ইবনে আসীর)

সুতরাং, আমাদের বেশি বেশি দুরুদ পড়া ও হুজুর সাঃ এর তাবেদারী করা একান্ত কর্তব্য)

আমরা সবাই জানি যে, “রাসুলুল্লাহ সাঃ এর উপর একবার দুরুদ পড়লে দশটি রহমত বা নেকী হয়”। (মুসলিম,আবুদাউদ,ইবনে-হিব্বান,তারগীব)

আরো জানব-“রাসুলুল্লাহ সাঃ এর উপর একবার দুরুদ পড়লে দশটি রহমত বা নেকী হয়, দশটি গোনাহ মাফ হয়, দশটি মর্যাদা বৃদ্ধি হয়”।
(আহমদ,নাসাঈ,ইবনে-হিব্বান,তারগীব)

আরো জানব- “রাসুলুল্লাহ সাঃ এর উপর একবার দুরুদ পড়লে দশটি গোলাম আজাদের সমতুল্য সওয়াব হয়। (আত-তারগীব ওয়াত-তারহীব)

আমরা আরো জানব- হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাঃ হতে বর্ণিত- “যে ব্যক্তি রাসুলুল্লাহ সাঃ এর উপর একবার দুরুদ শরীফ পড়বে আল্লাহ পাক ও তার ফেরেশতাগণ সে ব্যক্তির উপর (৭০)সত্তরবার রহমত পাঠাতে থাকেন”। (আত-তারগীব ওয়াত-তারহীব)

আল্লাহ কবুল করুন,আমিন।

591 Views

আরও পড়ুন

পাঠকের অনূভুতিতে ❝কলিজার আধখান❞

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বিএনপি সন্দেহ করছে–ড. হুমায়ুন কবির

বিশ্বরূপ চন্দ্র বিশ্বাসের কবিতা:- হাসি

শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা ও কাউন্সিল শুক্রবার

শান্তিগঞ্জে জমিয়তের গণ সমাবেশ সফল করার লক্ষে সংবাদ সম্মেলন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ