ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

জানাজায় মৃতব্যক্তির প্রশংসা করলে কী হয়?

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
১০ অক্টোবর ২০২২, ১২:০০ অপরাহ্ণ

Link Copied!

প্রশংসা পাওয়ার যোগ্য কোনো মৃতব্যক্তিকে নিয়ে যদি জানাজায় প্রশংসা করা হয়; তার জন্য রয়েছে উত্তম পুরস্কার। এ প্রশংসা হতে পারে জানাজা নামাজের পুরো জামাতের ব্যক্তিদের। আবার হতে পারে কোনো প্রতিবেশি। আবার পরিচিত কমপক্ষে দুইজন ব্যক্তির প্রশংসাও মৃতব্যক্তিকে উত্তম প্রতিদানের হকদার করতে পারে। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে এমনটিই ওঠে এসেছে।

মৃত ব্যক্তির প্রতি সত্যবাদী এক জামাত মুসলিমের উত্তম প্রশংসা, কমপক্ষে দুই জন পরিচিতি সামর্থ্যবান ও জ্ঞানসম্পন্ন প্রতিবেশীর প্রশংসা; যা মৃত ব্যক্তির জন্য জান্নাত অপরিহার্য করে দেয়। হাদিসে পাকে দুটি জানাজার ঘটনা থেকে তা প্রমাণিত। হাদিসে এসেছে-

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেনরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ দিয়ে একটি জানাজা গেলো। এরপর তার (মৃতব্যক্তির) উত্তম প্রশংসা করা হলোউত্তম প্রশংসা মুখে মুখে হতে থাকলোতারা বললো আমাদের জানা মতে সে আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসতো। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (তিনবার) বললেনঅপরিহার্য হয়ে গেলো। অপরিহার্য হয়ে গেলো। অপরিহার্য হয়ে গেলো।’

এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ দিয়ে (অন্য) একটি জানাজা নিয়ে যাওয়া হলো, ঐ জানাজায় (মৃতব্যক্তির) নিন্দা জ্ঞাপন করা হলো (ঐ জানাজার নিন্দা মুখে মুখে লেগে থাকলো, তারা বললো লোকটি আল্লাহর দ্বীনের ব্যাপারে কতই না খারাপ ছিল!) এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (একই কথা তিনবার) বললেন, অপরিহার্য হয়ে গেলো। অপরিহার্য হয়ে গেলো। অপরিহার্য হয়ে গেলো।

হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার বাবা-মা আপনার জন্য কোরবান হোক। একটি জানাজার প্রশংসা করায় আপনি তিনবার ‘অপরিহার্য হয়ে গেলো’ বললেন। অপর জানাজায় নিন্দা জ্ঞাপনেও আপনি তিনবার ‘অপরিহার্য হলে গেলো’ বললেন? (এর কারণ কী?)

এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনতোমরা যার উত্তম প্রশংসা করলে তার জান্নাত অপরিহার্য হয়ে গেলো এবং তোমরা যার নিন্দা করলে তার জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে গেলো। আর তোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষীতোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষীতোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষী। (মুসলিম)

প্রকৃত কথা হলো, কোনো মানুষ মারা গেলে তার ভালো গুণের প্রশংসা করা। ভালো ভালো গুণগুলোর কথা বলা তার জন্য অনেক বড় উপকারী। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ হাদিস সব মুমিনের জন্য অনেক বড় একটি শিক্ষা। কোনো মুসলিমের জন্যই উচিত নয় যে, দুনিয়ার জীবনে খারাপ বা মন্দ কাজে জীবন অতিবাহিত করা। এমন জীবন-যাপন করা জরুরি যে, জীবনের জন্য মৃত্যুর পরও মানুষ ভালো কথা ও কাজরে কথা বলবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আমলি জীবন যাপন করার তাওফিক দান করুন। হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

178 Views

আরও পড়ুন

পাঠকের অনূভুতিতে ❝কলিজার আধখান❞

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বিএনপি সন্দেহ করছে–ড. হুমায়ুন কবির

বিশ্বরূপ চন্দ্র বিশ্বাসের কবিতা:- হাসি

শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা ও কাউন্সিল শুক্রবার

শান্তিগঞ্জে জমিয়তের গণ সমাবেশ সফল করার লক্ষে সংবাদ সম্মেলন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ