বরিশাল ব্যুরো :
বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ নাথকে দলীয় সব পদ থেকে অব্যাহতি প্রদান করেছে আওয়ামী লীগ। এ ছাড়া তাকে আগামী ১৫ দিনের মধ্য লিখিত জবাব দলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, পঙ্কজ নাথকে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বরিশাল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এ বিষয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস কালবেলাকে জানান, পঙ্কজ নাথকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কেন্দ্রীয় আওয়ামী লীগ অব্যাহতি প্রদান করেছে।
জানা যায়, গত জুলাই মাসে সংসদ সদস্য পঙ্কজ নাথের বিরুদ্ধে মেহেন্দীগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল খানকে ‘কুপিয়ে জখম’ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন বলে অভিযোগ ওঠে। তিনি থানার পুলিশ পরিদর্শকের মোবাইল নম্বরে কল করে এ নির্দেশনা দেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন বলেও অভিযোগ রয়েছে।