ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

সিমনি শীপ রিসাইক্লিং ইয়ার্ড এর দায়ের করা ডাকাতির মামলায় গ্রেফতারকৃত আসামীদের রিমান্ড মঞ্জুর

প্রতিবেদক
admin
২৪ আগস্ট ২০২২, ১২:৫২ পূর্বাহ্ণ

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তিঃ

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অবস্থিত সিমনি শীপ রিসাইক্লিং ইন্ড্রাস্ট্রিজ শীপ ইয়ার্ডের আমদানিকৃত স্ক্র্যাপ শীপ এম টি এশিয়ান গ্লোরী ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আরো ৪ জন আসামী গ্রেফতার করা হয় । যাদের জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল গ্রেফতারকৃত আসামীগণ যথাক্রমে ১। নাইম উদ্দিন প্রঃ নাজের প্রঃ নাজের পার্টি (৫৩), পিতা-মৃত আঃ বারেক, মাতা-সুফিয়া খাতুন, সাং-ভাটিয়ারী, বানিয়াপাড়া, আঃ সারেং বাড়ী, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ শাহাবুদ্দিন (৫১), পিতা- মৃত আবুল বাসার, মাতা-শামসুন্নাহার, সাং- মৌলভী পাড়া, আবুল বাসারের বাড়ী, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, ৩। দিদার সওদাগর প্রঃ দিদারুল আলম (৫১), পিতা-মৃত আঃ মজিদ, মাতা- বলগিঙ্গা খাতুন, সাং-ভাটিয়ারী, বানিয়াপাড়া, সর্দার বাড়ী, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, ৪। মাতালী প্রঃ মোহাম্মদ আলী (৫০), পিতা- মৃত বজল আহম্মদ, মাতা- মৃত আনোয়ারা বেগম, সাং-ভাটিয়ারী, তেলীপাড়া, নূর বক্সের বাড়ী, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম – এর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত- ১, চট্টগ্রাম -এর বিচারক জিহান সানজিদা এর আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন ৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। মামলার আসামীপক্ষে রিমান্ড বাতিলের আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানীঅন্তে গ্রেফতারকৃত আসামীদের ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। অভিযোগে প্রকাশ গত ১৬ ই এপ্রিল রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় বাদী প্রতিষ্ঠানের আমদানিকৃত স্ক্র্যাপ জাহাজ এশিয়ান গ্লোরির উপর স্থানীয় চিহ্নিত দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য আসামী বিকাশ দাস, রাসেল ও দিলিপ দাস সহ অজ্ঞাতনামা ১০/১২ জন সংঘবদ্ধ ডাকাত দল ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আকস্মিকভাবে জাহাজের ৩/৪ জায়গায় কোটা লাগিয়ে রশি নিক্ষেপ করে জাহাজের উপরে উঠে পড়ে। এ সময় জাহাজে থাকা ইনচার্জ ধর্মজয় (৪৯) এবং গার্ডগণ ডাকাত ডাকাত বলে চিৎকার করলে অভিযুক্ত ডাকাত নেতা বিকাশ দাসের নেতৃত্বে রাসেল (২৮), দিলিপ দাশ (৩৬) সহ ১০/১২ জন অজ্ঞাতনামা আসামীগণ উক্ত জাহাজের শীপ ইনচার্জ ধর্মজয় সহ আরও ৪ জন গার্ড যথাক্রমে সুজন কুমার বাগচী, বাপ্পি, সুমন এবং বনবহনকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে এলোপাথাড়ি বেধড়ক মারধর করলে আঘাতে ইনচার্জ ধর্মজয়, দারোয়ান সুজন কুমার বাগচি সহ কয়েকজন হাতের কব্জি ঘাড়ে সহ শরীরের বিভিন্ন জায়গায়, মারাত্মাক জখম হয় । আসামীরা স্টোর রুমের তালা ভেঙ্গে স্টোরে ও জাহাজের বিভিন্ন জায়গায় থাকা পিতলের বুস, গেইট বাল্ব, পাম্প মেশিন, ফ্লান্স, এস.এস ও তামা সহ আনুমানকি সাত মে.টন মালামাল যার মোট আনুমানিক মূল্য ৪৩,২৫,০০০/- (তেয়াল্লিশ লক্ষ পঁচিশ হাজার) টাকা লুন্ঠন করে তাদের কয়েকটি অপেক্ষামান ট্রলার যোগে নিয়ে চলে যায় । আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয় । চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, চট্টগ্রামে অভিযোগ দায়ের করা হলে বাদীর অভিযোগ সরাসরি এফআইআর হিসেবে গ্রহণ করত: আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। দীর্ঘ তদন্তে গ্রেফতারকৃত আসামীগণ অভিযোগের সাথে সম্পৃক্ত বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হয়ে তদন্তকারী কর্মকর্তা অত্র মামলায় আসামীদেরকে গ্রেফতার করে আজ আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন। বাদী পক্ষে রিমান্ড শুনানীতে উপস্থিত ছিলেন- এডভোকেট জিয়া হাবীব আহ্‌সান, এডভোকেট মোঃ হাসান আলী, এডভোকেট মোহাম্মদ বদরুল হাসান, এডভোকেট মোহাম্মদ জিয়াউদ্দীন (আরমান) প্রমুখ। এখানে উল্লেখ্য যে, এইরূপ উপদ্রপের কারণে উক্ত এলাকায় ১৫টিরও অধিক শীপ ইয়ার্ড মালিক ব্যবসা গুটিয়ে চলে যায় । বর্তমানে শুধুমাত্র সিমনি শীপ রিসাইক্লিং ইন্ড্রাস্ট্রিজ শীপ ইয়ার্ড কোনমতে উপদ্রপ সহ্য করে ঠিকে আছে । এই রূপ অবস্থা চলতে থাকলে উক্ত এলাকায় শীপ ইয়ার্ড চিরতরে বন্ধ হয়ে যাবে মর্মে সুশীল সমাজ আশংকা প্রকাশ করছে ।

আরও পড়ুন

নিম্নচাপে উত্তাল সাগর : সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভুমিকম্প

কক্সবাজারের নতুন ইউএনও মিস তানজিলা তাসনিম

‎শান্তিগঞ্জের আস্তমায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা ‎ ‎

‎শাল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন,আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ ‎

১২ বছর পর মাস্টার্সের ফল প্রকাশ : সিজিপিএ ৪ পেয়ে প্রথম শিবির নেতা

কুবিতে বাংলা বিভাগের আয়োজনে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

সুনামগঞ্জ–৫ আসনে মনোনয়ন বঞ্চনা ঘিরে আলোচনা: নীরব মিজান চৌধুরীকে ঘিরে নতুন সমীকরণ?

গাইবান্ধার বোয়ালী ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় সাংবাদিকের উপর হামলা

‎সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল,দাফন সম্পন্ন ‎ ‎

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার এহতেশামুল হকের যোগদান

বাউলদের ওপর হামলা করা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল