মুহা. ইকবাল আজাদ
জিম্বাবুয়ে সিরিজে চোটে পড়েছেন টি-টোয়েন্টি দলপতি নুরুল হাসান সোহান, নিয়মিত ওপেনার লিটন কুমার দাস। চোট থেকে সেরে বেশি দিন টিকতে পারেননি ইনজুরিপ্রবণ ইয়াসির আলী রাব্বি। মুশফিক, মুস্তাফিজও টুকটাক চোটে ভুগছেন। আজ অনুশীলনে নতুন করে চোটের দেখা পেয়েছেন সদ্য চোট থেকে সেরে উঠা হাসান মাহমুদ। পায়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন স্পিনার শেখ মাহেদী।
মাহেদীর চোট নিয়ে কোন আপডেট না পাওয়া গেলেও হাসানের চোট বেশ গুরতর। পায়ের ইনজুরিতে এশিয়া কাপ অনিশ্চিত হাসান মাহমুদের। হয়তো খুব শীঘ্রই তার পরিবর্তিত খেলোয়াড় ঘোষণা করবে বিসিবি। সৈকতকে করা ফিরতি বলে আঘাত পাওয়া শেখ মাহেদীও পায়ে ব্যথা পেয়েছেন বেশ। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন, দিনশেষে আর অনুশীলনে নামেননি।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল সাম্প্রতিক কালে সবচেয়ে বাজে সময় কাটাচ্ছে। সাথে দলের নিয়মিত তিন খেলোয়াড় লিটন, রাব্বি, সোহানকে না পেয়ে হা-হুতাশ করছে। তার সাথে ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে রূপ নিয়েছে হাসান মাহমুদের ইনজুরি। তবে কি যতটুকু আশা ছিলো তাও শেষ করে দিলো দুর্ভাগ্য? দলের অধিনায়ক অবশ্য বেশি আশা করছেন না।
বাংলাদেশের পাশাপাশি ইনজুরির হানা পড়েছে পাশের দেশ ভারতেও। ইনজুরির কারণে তাদের পেস অস্ত্র জাসপ্রিত বুুমরাহ খেলবেন না এশিয়া কাপে। থাকছেন না পাকিস্তানের উদীয়মান ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি। কনুইয়ের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন শাহীন।