মুহা. ইকবাল আজাদ :
এশিয়া কাপে ব্যাট হাতে ওপেন করতে পারেন সাকিব-মুশফিকের কেউ একজন। আজ বিসিবি কার্যালয়ে শোক দিবসের অনুষ্ঠান শেষে এ কথা বলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এশিয়া কাপে পর্যাপ্ত ওপেনার না থাকায় অভিজ্ঞ খেলোয়াড়দের মেইক শিফট করে ওপেন করানোর কথা জানান তিনি। মুশফিক, সাকিব ছাড়াও ওপেনিং রোলে দেখা যেতে শেখ মাহেদী কিংবা মেহেদী হাসান মিরাজকে।
ওপেনিং সংকটে তিনি বলেন, “তামিম ইকবালের না থাকাটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এই মুর্হূতে নতুন ওপেনার খোঁজাও মুশকিল। ঘরোয়া লীগে যারা এই পজিশনে খেলেছে বা খেলার অভিজ্ঞতা আছে, তাদের ওপেনিংয়ে সুযোগ দেওয়া হবে।”
শত নাটকীয়তা শেষে শনিবার এশিয়া কাপের দল ঘোষণা করে বিসিবি। ১৭ সদস্যের এই দলে ছিলেন মাত্র দুজন ওপেনার। নিয়মিত ওপেনার বিজয়ের সাথে নবাগত মুখ পারভেজ হোসেন ইমন। বিজয় জাতীয় দলে কিছু ম্যাচ খেললেও ইমন খেলেছেন মাত্র একটি ম্যাচ। মূলত লিটনের ইঞ্জুরি আর বাকি খেলোয়াড়দের অফফর্মের জন্য ওপেনার নির্বাচন বিসিবির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
শততম টি-টোয়েন্টি খেলা মুশফিকুর রহিম মিডল অর্ডার তথা চার এবং পাঁচ নাম্বার পজিশনে খেলেছেন ৭০ বার। এবার মুশফিকের জায়গায় থিতু হতে যাচ্ছেন আফিফ হোসেন ধ্রুব। তবে কি মুশফিককে ওপেনার হিসেবে খেলাতে চাচ্ছেন টিম ম্যানেজম্যান্ট? প্রসঙ্গত, ২০১৯ সালে সাকিবের নেতৃত্বে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সংস্করনে ওপেনিং করেন মুশফিকুর রহিম।