ঢাকাসোমবার , ৬ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

লোহাগাড়ায় এসিল্যান্ডের অভিযানে ৮৭ হাজার ঘনফুট বালু জব্দ

প্রতিবেদক
নিউজ এডিটর
১০ আগস্ট ২০২২, ৯:১৫ অপরাহ্ণ

Link Copied!

সাত্তার সিকদার, লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রামঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের (৯ নং ওয়ার্ড) ফারেংগা পোক্কা ছাড়ি ছড়া, ডলুর মুখ, কিল্লা খোলা, জামতল ও কিল্লা খোলা বাজারের উওর পাশ এলাকায় অভিযান চালিয়ে ৮৭ হাজার ঘনফুট বালু জব্দ করেন উপজেলা প্রশাসন।

১০ আগষ্ট (বুধবার) দুপুর ১ টা হতে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন এর খবরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

উপজেলা সুত্রে জানা যায়, উপজেলার চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো। খবর পেয়ে অভিযানে নামে উপজেলা প্রশাসন। এদিকে অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা গা ঢাকা দেয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান,
আইন অমান্য করে উপজেলার চুনতি ইউনিয়নের ফারেংগা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি মাহল। উক্ত এলাকায় আজ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবরে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা গা-ঢাকা দেয়। এসময় প্রায় ৮৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয় । জব্দকৃত বালুস্তুপে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৩ টি মেশিন ও পাইপগুলো নিষ্ক্রিয় করে দেয়া হয়। স্থানীয় মহিউদ্দিন,নাছিরুদ্দিন,শিবলী গং অবৈধ বালু উত্তোলন এর সাথে জড়িত বলে জানা যায়। তবে স্পটে কাউকে পাওয়া যায়নি। বালু উত্তোলনের সাথে জড়িতদের ব্যাপারে খবর নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, এলাকায় অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলন করা যাবে না এবং এব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না । জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে লোহাগাড়া থানার এ এস আই আবদুর রহমানসহ পুলিশের একটি টিম ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

111 Views

আরও পড়ুন

লোহাগাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব‌ সম্পন্ন

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার

নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ফ্যামিলি বাসাসহ ৪ দোকান পুড়ে ছাই !!

সুন্দরবন’র আগুন নিয়ন্ত্রণে এলেও শংকা কাটেনি এখনও

শেরপুরে ‌’কানেক্ট জাপান এডুকেশন’ ট্রেনিং সেন্টারের উদ্বোধন

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চলছে তীব্র তাপদাহ এতে জনজীবন অতিষ্ঠ গ্রীন ভয়েস কক্সবাজার জেলার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

রাসিক মেয়রের সাথে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।

নাগরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে হোসেন-ওয়াহিদ-কানিজ

রাঙামাটির কাউখালীতে বজ্রপাতে মৃত্যু-১ আহত-৪

বজ্রপাতে অগ্নিদগ্ধ হয়ে খাগড়াছড়িতে নিহত-৩