ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

চবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কল সেন্টার ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন।

প্রতিবেদক
নিউজ এডিটর
৪ আগস্ট ২০২২, ৬:২১ অপরাহ্ণ

Link Copied!

আহমেদ হানিফ,চবি :

আজ ৪ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো IT and Professional Training Programs for Students with Disability শীর্ষক সেমিনার ও কল সেন্টার এবং কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্ভোধন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের ২০ জন শিক্ষার্থী দুইটি সেশনের মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারবেন।
ইন্সটিটিউট অব হযরত মোহাম্মদ (সঃ) নামক সংগঠনটির পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীরা সুযোগটি লাভ করবেন। ইন্সটিটিউট অব হযরত মোহাম্মদ (সঃ) সংগঠনটি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবনমুখী নানা বুনিয়াদি প্রশিক্ষণ দিয়ে আসছেন।

২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে তারা ইসলামী ধ্যান ধারণার প্রচারের লক্ষ্যে নানাবিধ কার্যক্রম পরিচালনাসহ সহীহ পদ্ধতিতে আরবি শেখা,বেইল প্রশিক্ষণ,কম্পিউটার ও স্বনির্ভর করার জন্য মাশরুম চাষের মতো বিষয়গুলো হাতে কলমে শিক্ষা দিয়েছেন। এই পর্যন্ত তাদের কাছ থেকে ৬০০ জন প্রশিক্ষণ নিয়েছেন যার ৩০-৪৫ ভাগ বর্তমানে বিভিন্ন স্থানে কর্মরত আছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার,এস এম মনিরুল হাসান স্যার,আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার রিয়াজুল করিম, ডাইরেক্টর লিগ্যাল অ্যাফেয়ার্স ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ (সঃ) জাকিউল ইসলাম এমডি নেস্কো,প্রজেক্ট কোঅর্ডিনেটর। মোহাম্মদ খাইরুল আজম। অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর মোঃ রাসেল হাসান।

অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
জনাব, লেফটেন্যান্ট জেনারেল এম নুরুদ্দিন খান (অবসরপ্রাপ্ত) সভাপতি, ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ (সঃ) ও বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধী ছাত্র সমাজের প্রতিনিধি এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীলরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব,এস এম মনিরুল হাসান স্যার বলেছেন,আজকের অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীরা এই কোর্সটি করার সুযোগ লাভ করার জন্য আমি আনন্দবোধ করছি,শিক্ষার্থীরা সুযোগ সুবিধা পেলে অনেকের চেয়ে ভালো করবেন বলে আশা করছি।

তিনি আরো বলেছেন,এই কোর্সটি সুন্দর ভাবে সম্পন্ন করতে যা যা সহযোগিতা করা দরকার তা করার চেষ্টা করবেন।

প্রতিবন্ধী ছাত্র সমাজের প্রতিনিধি মো. মাইদুল বলেছেন,কম্পিউটার ল্যাবের সংস্কার ও প্রসারণ বাবদ বাজেটে সহায়তা এবং পরীক্ষার ক্ষেত্রে শ্রুতি লেখকের বিষয়ে নিদিষ্ট নীতিমালা প্রণয়নের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা চেয়ে মনের আশা ব্যক্ত করেন।
সভাপতি জনাব,আলম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

223 Views

আরও পড়ুন

ইসলামপুরে আকাশমনি গাছের চারা ধ্বংস ও ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

কাপাসিয়ায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য জামায়াতের দোয়া মাহফিল

জুলাই আন্দোলন’ নিয়ে কটূক্তি: আলিম পরীক্ষার্থীকে পুলিশের হাতে সোপর্দ

পুলিশ ক্যাডারে প্রথম হলেন মৌলভীবাজারের শরীফ

দলের কঠিন মুহূর্তে সাহস ও নেতৃত্ব দিয়েছি, আমি মনোনয়ন প্রত্যাশী: মোস্তাফিজুর রহমান

মিসরে ৫ বাংলাদেশী শিক্ষার্থীর অনন্য অর্জন

চকরিয়া সরকারি হাসপাতালে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি প্রদান

রামুর কচ্ছপিয়ায় কৃষি উপকরণ বীজ- সার নারিকেল চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের লিডারশিপ ট্রেনিংয়ে নেতৃবৃন্দরা

জুলাই : নতুন বাংলাদেশের অধরা স্বপ্ন !! খানিক মুক্তি জালিমের থাবা থেকে

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ