সাঈদী আকবর ফয়সাল,চকরিয়া:
গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে স্কুল ছাত্রী তানজিমা আক্তার (১৫)। সে চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের পশ্চিম কোচপাড়া গ্রামের ছাবের আহমদ ড্রাইভারের মেয়ে ও চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনির বিজ্ঞান বিভাগের ছাত্রী। এনিয়ে চকরিয়া থানায় সাধারণ ডায়েরী (নং ৬৫৮/১৯) দায়ের করেছে ছাত্রীর মা রাবেয়া বেগম। গত ১৫ সেপ্টেম্বর সকাল ৯টায় স্কুলে গেলে এদিন বিকাল পর্যন্ত বাড়ি না ফেরায় এ নিখোঁজ দায়েরীটি করেন।
পরিবারের দাবী, তাদের অগোচরে অজ্ঞাত পরিচয়ের এক ছেলে স্কুল ছাত্রী তানজিমাকে বেশ কিছু ধরে উত্যাক্তসহ নানাভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এর জের ধরেই স্কুলে যাওয়ার পথে স্কুল ছাত্রী তানজিমাকে অপহরণ করা হতে পারে। এনিয়ে গত ৭দিন ধরে ছাত্রীর পরিবারে চলছে চরম উদ্বেগ উৎকন্ঠা।
চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রুহুল আমিন জানিয়েছেন, মোবাইল ট্যাকিং এর মাধ্যমে নিখোঁজ স্কুল ছাত্রীকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। কেউ তাদের সন্ধান পেলে থানা পুলিশ অথবা পরিবারের ব্যবহৃত মোবাইল ০১৮৪৫ ৪৫৭৩৯৫ নাম্বারে ফোন করলে উপযুক্ত পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দিয়েছেন।