—–
শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রি বীর বাহাদুর উশৈসিং এমপি এক দিনের সফরে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে শুক্রবার (১৫ নভেম্বার ) আসছেন। সকাল ৯টায় গাড়ীযোগে নাইক্ষ্যংছড়ির বাইশারীতে পৌঁছবেন তিনি। প্রতিমন্ত্রির সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরীর প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, পার্বত্যমন্ত্রির আগমনের কর্মসূচীতে সাড়ে ৯টায় নাইক্ষ্যংছড়ির ঈদগড়-বাইশারী রাস্তা কার্পেটিং দ্বারা প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তরস্থাপন,১০টায় বাইশারী বাজার থেকে দৌছড়ি বাজার লংগুদুর মূখে ৩৩কি:মি: আর,সি,সি গার্ডার ব্রিজ এবং উন্নয়ন কাজ উদ্বোধন, সাড়ে ১০টায় বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদরাসার ভবন নির্ম্মাণ ভিত্তিপ্রস্তর,১১টায় বাইশারী বাজার হইতে চাক পাড়া যাওয়ার পথে রাজঘাটার ফাঁড়ি খালের উপর আর,সি,সি গার্ডার ব্রিজ উদ্বোধন, সাড়ে ১১টায় বাইশারী কলেজ একাডেমিক ভবন,উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ও উচ্চ বিদ্যালয়ের ভবনের সম্প্রসারণকরণ। বিকেল ৩টায় বান্দরবান উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
————