আন্তর্জাতিক ডেস্ক :
মাত্র কদিন আগেই ঘূর্ণিঝড় বুলবুল সবকিছু তছনছ করে দিয়েছে বাংলাদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল। এখনও সেই আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। শোকাতে পারেনাই এখনো সে ক্ষত। এখনো উপকুলের অনেক মানুষ বাস করছে খোলা আকাশের নিচে। ক্ষতিগ্রস্ত মানুষের কাটেনি এখনো ভয় এবং আতঙ্ক । এরই মাঝে ধেয়ে আসছে বুলবুলের চেয়ে আরো শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নাকরি’। ঘুর্ণিঝড় নাকরির উৎপত্তিস্থল দক্ষিণ চীন সাগর বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
জানা গেছে, আপাতত ধীরে ধীরে ভিয়েতনামের ভূমি লক্ষ্য করে এগোচ্ছে এই ঝড়। সেখানে বৃষ্টিপাত ঘটিয়ে মিয়ানমারের দক্ষিণ অংশে এসে পৌঁছাবে। তারপরেই প্রায় সমস্ত শক্তি ক্ষয় করে বঙ্গোপসাগরের ওপরে আসবে বলে জানা গেছে।
এরপর এই ঘূর্ণিঝড় ঠিক কোনদিকে যাবে সেটা বোঝা যাচ্ছে না এখনই। বঙ্গোপসাগর থেকে ফের একবার শক্তি সঞ্চয় করতে পারে ঝড়টি। তারপরে ঠিক কোনদিকে যাবে, তার নিশ্চয়তা নেই। দুই বাংলাতেও আঁছড়ে পড়তে পারে। আবার তা না হয়ে ‘নাকরি’র মুখোমুখি হতে পারে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাও।