ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ

কক্সবাজার সরকারি কলেজের বিজ্ঞান উৎসব ২০১৯ উৎযাপন

প্রতিবেদক
নিউজ ভিশন
১৩ নভেম্বর ২০১৯, ১০:৪২ অপরাহ্ণ

Link Copied!

সাফওয়ান অাল অাজিজ,শহর রিপোর্টার :

বিজ্ঞান হোক আনন্দের উৎস’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হলো বিজ্ঞান উৎসব- ২০১৯ ।
১৩ নভেম্বর ২০১৯ তারিখ বিজ্ঞান ক্লাবের আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে কলেজের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় কলেজের একাদশ, দ্বাদশ ও স্নাতক শ্রেণির বিপুল পরিমাণ বিজ্ঞানের শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মকর্তাগণের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে উৎসবের সূচনা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থসমূহ পাঠে পরবর্তী বক্তৃতা পর্ব অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ক্লাবের সম্পাদক ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। তিনি বলেন টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনসহ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একটি বিজ্ঞানভিত্তিক জাতি গঠন এবং বিজ্ঞানের আধুনিক আবিষ্কারগুলো সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দেয়া প্রয়োজন এবং এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারে বিজ্ঞানের শিক্ষার্থীরা। বিজ্ঞানের শিক্ষার্থীরা এ ধরণের অনুষ্ঠানের মাধ্যমে সৃজনশীল মেধার বিকাশ ঘটাতে পারে। এ উৎসব সফল করতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ যারা নিরলস পরিশ্রম করে চলেছেন তাদের আন্তরিক অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদেরকে সৃজনশীল চিন্তাদ্বারা নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশ তথা বিশ্বের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম এবং শিক্ষক পরিষদ সম্পাদক মফিদুল আলম। আরো বক্তব্য রাখেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রনজিত বিশ্বাস, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি ফজলুল কাদের চৌধুরী।
এতে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান কামরুল আহসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোহাং রেজা খান হেলালী, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হারুন অর-রশীদ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ উল্লাহসহ কলেজের অন্যান্য শিক্ষকগণসহ আরো উপস্থিত ছিলেন ডাচ বাংভলা ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক ওয়াহিদুল কবির মুরাদ, দৈনিক প্রথম আলোর কক্সবাজার জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুস রানাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা পর্বের পরপর শুরু হয় শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বিজ্ঞান বক্তৃতা, বিতর্ক, বিজ্ঞান জিজ্ঞাসা ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি হয়।

উল্লেখ্য, বিজ্ঞান উৎসব- ২০১৯ উপলক্ষে গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হয় বিজ্ঞান অলিম্পিয়াড। এতে প্রায় ৬’শ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

148 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় লোহাগাড়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে শান্তিগঞ্জে সেমিনার

শান্তিগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ 

স্বাধীনতার ৫৩ বছরেও দেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি–অধ্যাপক মুজিব

কক্সবাজার জেলা জামায়াতের মতবিনিময় সভায় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান 

চট্টগ্রামে জামায়াত নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি রাসেল আকন আটক

শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ 

সংবর্ধিত হলেন সেরা কনটেন্ট নির্মাতা শিক্ষক ফারুক ইসলাম

নাগেশ্বরীতে কেন্দ্রীয় ড্যাব নেতার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বুটেক্সে নতুন বিভাগ চালু- সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ