ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. রাজনীতি

রাঙামাটি জেলা আওয়ামীলীগে আবারও দীপঙ্কর তালুকদার সভাপতি, হাজী মুছা সেক্রেটারী

প্রতিবেদক
নিউজ এডিটর
২৪ মে ২০২২, ৭:৫১ অপরাহ্ণ

Link Copied!

.. মুহাম্মদ ইলিয়াস
|| রাঙামাটি প্রতিনিধি ||

পার্বত্য চট্টগ্রামের ভুমি বিরোধ ছাড়া শান্তিচুক্তির অন্য সব সমস্যা সমাধান করা হয়েছে। বিএনপি সেক্রেটারী মির্জা ফখরুল ইসলাম একজন গণক। তিনি সব কিছু আগাম বলে দেন। কিন্তু তার গণনা সঠিক হয় না। পদ্মা সেতুর ব্যায় নিয়ে তিনি অন্ধকারে ঢিল ছুড়ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক
সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তিনি বলেন, পদ্মা সেতু জুনে উদ্বোধন হবে। পদ্মাসেতু নিয়ে সারা দেশের মানুষ যখন আনন্দে উচ্ছ্বসিত, সে সময় শুধুমাত্র বিএনপি ও মির্জা ফখরুলের বুকে ব্যাথা বিষ জালা ছড়িয়েছে। তিনি আগামী নির্বাচনে আওয়ামীলীগের বিজয় ধরে রাখতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তিনি আজ রাঙামাটির জেলা আওয়ামীলীগ’র ত্রি-বার্ষিক সম্মেলনের ভ্যাচুয়ালী যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পাহাড়ে এখনো হানাহানি মারামারি রক্তপাত চলছে তা অবশ্যই বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার শান্তি চুক্তির প্রতিশব্দ ও ওয়াদা অক্ষরে অক্ষরে পুরণ করবে। ভুমি জটিলতা ছাড়া পাহাড়ী এলাকার সব সমস্যার সমাধান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্টিটিউট প্রাঙ্গনে রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির আহবায়ক দীপংকর তালুকদার এমপি’র সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।

প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন , বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন , আওয়ামী লীগ’র কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।

দ্বিতীয় পর্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বিকেল ৩ টা থেকে ভোট গ্রহন শুরু হয়। রাঙামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি পদে বিনা প্রতিদন্ধীতায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির আহবায়ক দীপঙ্কর তালুকদার এমপি পূর্ণবার নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ভোটারদের সরাসরি ভোটে হাজী মো. মুছা মাতব্বর ১শ ৩৮ভোটে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্ধী হাজী মোঃ কামাল উদ্দীন পেয়েছে ১শ ২ ভোট।

134 Views

আরও পড়ুন

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির

কাপাসিয়া প্রেসক্লাবের কারা নির্যাতিত সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা

দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয় ঐক্যমত্যের বিকল্প নেই–মিয়া গোলাম পরওয়ার

রাঙামাটির কাপ্তাই লেকে সাঁতার প্রতিযোগিতা সাড়ে ১৩ কিলোমিটার পথ পাড়ি দেবে

কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের কাউন্সিলে হামলা, ডেইলি স্টারের সাংবাদিক আহত

লোহাগাড়ায় সেনা অভিযানে ২ জনের কাছে মিললো চোলাইমদ,গাঁজা, ও দেশীয় অস্ত্র

নাগরপুরে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের পুকুর পরিষ্কার অভিযান

লোহাগাড়ায় ছাত্রদল নেতা ফজলুর নেতৃত্বে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ