মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ
দিন যত যাচ্ছে অনলাইনের দিকে মানুষ তত আকৃষ্ট হচ্ছে। সেই সাথে সাইবার জগতে মানুষের সিকিউরিটি নিশ্চিত করা আবশ্যক। সেই সিকিউরিটি নিশ্চিত করার সুবাদে কাজ করে যাচ্ছে “ডিজিটাল সিকিউরিটি এন্ড সাপোর্ট” নামে একটি আইটি এজেন্সি। যার ফাউন্ডার নওশাদ চৌধুরী এবং মাহমুদুল হাসান আলপন। তারা বাংলাদেশের উঠতি অভিজ্ঞ সাইবার কর্মী। তারা সাধারন মানুষ থেকে শুরু করে দেশের বিভিন্ন সেলিব্রিটি ও নামকরা ব্যাক্তি ও প্রতিষ্ঠান কে সাইবার সাপোর্ট দিয়ে থাকেন। ফেসবুক আইডি, পেজ এবং ওয়েবসাইট সাপোর্ট তাদের মূল কাজ। একই সাথে বিভিন্ন সাইবার অপরাধ এর মাধ্যমেই আক্রান্ত হওয়া ব্যাক্তি ও প্রতিষ্ঠান কে আইনি উপদেশ দিয়ে থাকেন। ২০২১ সালে তাদের এই ডিজিটাল প্লাটফর্ম এর যাত্রা শুরু হয়। মাঝে অনেক বাধা বিপত্তি আসলেও তার দিকে পিছে ফিরে তাকাননি তারা। তার ফলেই আজ তাদের সেই অনলাইন যাত্রা শখ থেকে পরিনত হয় কাজে।
বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের এবং তাদের এজেন্সির কর্ম অভিজ্ঞতা রয়েছে আইটি সেক্টরে।দেশ এবং দেশের মানুষের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপ্রান কাজ করে যাচ্ছেন ডিজিটাল সিকিউরিটি এন্ড সাপোর্ট তার সাথে এই এজেন্সির ফাউন্ডার নওশাদ এবং আলপন।তারা নিউজ ভিশন কে বলেন যেতে হবে বহুদুর।” Passion যখন Profession এ পরিনত হয় তখন কি আর থেমে থাকা যায়?