ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক আয়োজন করা হচ্ছে ‘ডাকসু শহীদ স্মৃতি ভলিবল প্রতিযোগিতা- ২০১৯
আজ দুপুর সাড়ে ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আয়োজন সম্পর্কে জানান ডাকসু ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর
লিখিত বক্তব্যে ডাকসু ক্রীড়া সম্পাদক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।আপনারা জেনে আনন্দিত হবেন যে, এ পর্যন্ত ডাকসু ১২টির অধিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও সহযোগিতা করেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়ামোদি শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
জানা যায়, প্রতিযোগিতাটি আগামী ২২-২৩ নভেম্বর ঢাবি শারীরিক শিক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় মেয়েদের ৬টি এবং ছেলেদের ১২টি মোট ১৮টি দল অংশগ্রহণ করবে। মহান মুক্তিযুদ্ধে শহীদ ১৮জন শিক্ষককের নামে ১৮টিমের নামকরণ করা হয়েছে বলেও জানা যায়।
শহীদের স্মরণে ক্রীড়াসম্পাদক বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবধান অনস্বীকার্য। শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীসহ অসংখ্য মানুষ শহীদ হয়। তাই উনাদের স্মরণে আমাদের এই আয়োজন।