ঢাকাসোমবার , ৬ মে ২০২৪
  1. সর্বশেষ

শিস দিয়ে বুয়েট শিক্ষার্থীকে যৌন হেনস্তা করলেন ঢাবি শিক্ষক

প্রতিবেদক
নিউজ এডিটর
২৬ এপ্রিল ২০২২, ১২:৩০ অপরাহ্ণ

Link Copied!

মোঃ জামিন মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক শিক্ষক ও সাবেক-বর্তমান দুই শিক্ষার্থীর বিরুদ্ধে বুয়েট পড়ুয়া এক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বিভাগের চেয়ারম্যান ও অনুষদের ডিন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ পত্রে অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের প্রভাষক মো. আখতারুজ্জামান সিনবাদ, ভাস্কর্য বিভাগের বর্তমান শিক্ষার্থী পুলক বাড়ৈ এবং সাবেক শিক্ষার্থী শুভ বাড়ৈকে ঘটনার জন্য দায়ী করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল মঙ্গল শোভাযাত্রার পরবর্তীতে চারুকলা অনুষদে বন্ধুদের সঙ্গে বুয়েটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এক ছাত্রী বসে ছিলেন। এ সময় শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক আখতারুজ্জামান সিনবাদ বুয়েটের ওই ছাত্রীকে দেখে ক্রমাগত শিস দিতে থাকেন। বুয়েটের ওই ছাত্রী ঢাবি শিক্ষকের দিকে তাকালে তিনি লম্পটদের মত অশ্লীল মুখভঙ্গি ও চোখটিপে দিতে থাকেন। তবে উপস্থিত শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ করলে ঢাবি শিক্ষক বিষয়টি অস্বীকার করার চেষ্টা করেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে ঢাবি শিক্ষক আখতারুজ্জামান সিনবাদ হুমকি-ধামকি দিয়ে কৃতকর্মের কথা স্বীকার করেন ও ছাত্রীর সঙ্গে থাকা বন্ধু হলে থাকেন কিনা- সেই বিষয়ে জিজ্ঞাসাপূর্বক দমনমূলক আচরণ করেন ও তিনি যে শিক্ষক সেটা স্মরণ করিয়ে তার এহেন আচরণের বৈধতা দেওয়ার চেষ্টা করেন।

এদিকে শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও অনুষদের ডিনের নিকটে দেওয়া অভিযোগপত্রে বুয়েটের ভুক্তভোগী ওই শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শীসহ মোট ১৩ জন শিক্ষার্থী সই করেছেন।

এ ব্যাপারে শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারপার্সন সঞ্জয় চক্রবর্তী জানান, শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। বিষয়টা অনুষদ খতিয়ে দেখবে।চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানান, শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এর অংশ হিসেবে ফ্যাক্ট চেকিং কমিটি গঠন করা হবে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিতে এ অভিযোগ পাঠানো হবে।তিনি আরও জানান, যারা অভিযোগ উত্থাপন করেছেন, তিনদিন যাবত তাদের কয়েকজনের ইন্টারভিউ নেওয়া হয়েছে। ওই শিক্ষককেও চিঠি ইস্যু করা হয়েছে। উনি লিখিতভাবে এ বিষয়ে বক্তব্য জানাবেন। অভিযুক্ত দু’জন ছাত্রের মধ্যে একজনের সঙ্গে কথা বলেছি। আরেকজন সাবেক স্টুডেন্ট, তার সঙ্গেও কথা বলার চেষ্টা চলছে। আমরা ফ্যাক্ট খুঁজছি। ঘটনার ভিত্তি থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

এদিকে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিকালে গত ১৩ এপ্রিল রাতে জয়নুল শিশুকলা নিকেতন কক্ষে একই অনুষদের প্রথমবর্ষের তিন নারী শিক্ষার্থীর সঙ্গে ঢাবি শিক্ষক আখতারুজ্জামান সিনবাদ ‘বিকৃত ও অপ্রীতিকর আচরণ’ করেছেন বলেও অভিযোগ উঠেছে। এছাড়া ভাস্কর্য বিভাগের বর্তমান শিক্ষার্থী পুলক বাড়ৈ ও সাবেক শিক্ষার্থী শুভ বাড়ৈও ওই শিক্ষার্থীদের যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগপত্রে জানানো হয়েছে।

জানতে চাইলে অভিযুক্ত শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক আখতারুজ্জামান নিউজ ভিশনের কাছে মুঠোফোনে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি এই প্রতিবেদকে তার সাথে সরাসরি দেখা করার পরামর্শ দেন।

112 Views

আরও পড়ুন

বজ্রপাতে অগ্নিদগ্ধ হয়ে খাগড়াছড়িতে নিহত-৩

দুবাই ইন্টারন্যাশনাল সাইন্স ফেস্টে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা সাইন্স ক্লাবের অংশগ্রহণ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারারো যুবক,আহত ৩

কুবির তিন হলে তিন হাউজ টিউটর নিয়োগ

শিলাবৃষ্টিতে দোয়ারাবাজারে সহস্রাধিক ঘর ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজারে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আব্দুল মতিন খান

আনোয়ারায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন হাবিবের উঠান বৈঠক

শেরপুরের নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আজ থেকে রেলের বাড়তি ভাড়া কার্যকর । জেনে নিন কোন রুটে কত বেড়েছে-

বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা

বিতর্কে জয়ী রাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল

জৈন্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক পেয়ে আনুষ্টানিক প্রচারণা শুরু।