ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. সর্বশেষ

সিমনি শীপ ইয়ার্ড ডাকাতির অভিযোগ সরাসরি এজাহার হিসাবে গণ্য করতে আদালতের নির্দেশ

প্রতিবেদক
নিউজ এডিটর
২২ এপ্রিল ২০২২, ১২:৩৫ পূর্বাহ্ণ

Link Copied!

আদালত প্রতিবেদক :

সীতাকুণ্ড সিমনি শীপ রিসাইক্লিং ইন্ড্রাস্ট্রিজ শীপ ইয়ার্ডের আমদানিকৃত স্ক্র্যাপ শীপ এম টি এশিয়ান গ্লোরী ডাকাতি মামলার অভিযোগ ওসি সীতাকুণ্ড কে সরাসরি এজাহার হিসেবে গণ্যের নির্দেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ ফার্দিন মুস্তাকীম তাসিন এর আদালত বাদীর অভিযোগ শুনানী শেষে আদেশটি প্রচার করেন।

অভিযোগে প্রকাশ গত ১৬ই এপ্রিল শনিবার রাত অনুমান দশ ঘটিকার সময় বাদী প্রতিষ্ঠানের আমদানিকৃত স্ক্র্যাপ জাহাজ এশিয়ান গ্লোরির উপর স্থানীয় চিহ্নিত দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য আসামী বিকাশ দাস, রাসেল ও দিলিপ দাস সহ অজ্ঞাতনামা ১০/১২ জন সংঘবদ্ধ ডাকাত দল ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আকস্মকিভাবে জাহাজের ৩/৪ জায়গায় কোটা লাগিয়ে রশি নিক্ষেপ করে জাহাজের উপরে উঠে পড়ে। এ সময় জাহাজে থাকা ইনচার্জ ধর্মজয় (৪৯) এবং গার্ডগণ ডাকাত ডাকাত বলে চিৎকার করলে অভিযুক্ত ডাকাত নেতা বিকাশ দাসের নেতৃত্বে রাসেল (২৮), দিলিপ দাশ (৩৬) সহ ১০/১২ জন অজ্ঞাতনামা আসামীগণ উক্ত জাহাজের শীপ ইনচার্জ ধর্মজয় সহ আরও ৪ জন গার্ড যথাক্রমে সুজন কুমার বাগচী, বাপ্পি, সুমন এবং বনবহনকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে এলোপাথাড়ি বেধড়ক মারধর করলে আঘাতে ইনচার্জ ধর্মজয়, দারোয়ান সুজন কুমার বাগচি সহ কয়েকজন হাতের কবজি ঘাড়ে সহ শরীরের বিভিন্ন জায়গায়, মারাত্মাক জখম হয় । আসামীরা স্টোর রুমের তালা ভেঙ্গে স্টোরে ও জাহাজের বিভিন্ন জায়গায় থাকা পিতলের বুস, গেইট বাল্ব, পাম্প মেশিন, ফ্লান্স, এস.এস ও তামা সহ আনুমানকি সাত মে.টন মালামাল যার মোট আনুমানিক মূল্য ৪৩,২৫,০০০/- (তেয়াল্লিশ লক্ষ পঁচিশ হাজার) টাকা লুন্ঠন করে তাদের কয়েকটি অপেক্ষামান ট্রলার যোগে নিয়ে চলে যায় । আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয় ।

সিমনি শীপ রিসাইক্লিং ইন্ড্রাস্ট্রিজ এর পক্ষে বাদী হয়ে মামলা দায়ের করেন উক্ত প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার মোঃ হারুনুর রশিদ । বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট শেখ ইফতেখার সাইমুন চৌধুরী, এডভোকেট জিয়া হাবীব আহ্‌সান, এডভোকেট মোঃ হাসান আলী, এডভোকেট মোহাম্মদ বদরুল হাসান, এডভোকেট মোহাম্মদ জিয়াউদ্দীন (আরমান) প্রমুখ।

237 Views

আরও পড়ুন

যাঁরা দেশে টাকা পাচার করেছে লন্ডনে তাদের সামাজিকভাবে বয়কট শুরু হয়েছে —————————————কয়ছর এম আহমদ

দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে সোনাগাজী উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্য সচিব আব্দুল আল আমিনের নেতৃত্বে মশাল মিছিল

কক্সবাজারে আইনশৃঙ্খলা, যানজট এবং সুশাসন নিশ্চিতে সুশীল সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

চকরিয়া থানার ওসির তত্বাবধানে বিট পুলিশিং সভা

গাজীপুরে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পূর্ণিমা সরকারের কবিতা ❝ আগমনী বসন্ত ❞

বোয়ালখালীতে নব যোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের বরণ

আবরার হত্যা মামলা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল

যেভাবে ধরা পড়লো শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ

ছাত্রনেতা সোহেল রানার জানাজা সম্পন্ন

কক্সবাজারে শ্রমিক কল্যাণের দিনব্যাপী শিক্ষাশিবির ও ইফতার মাহফিল সম্পন্ন।

আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ : হাসনাত আব্দুল্লাহ