আরফাত আরেফিন, টেরীবাজার:
ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে চট্টগ্রামে প্রবল বর্ষণ হয়েছে।
এ বৃষ্টির পানি যথাযথ নিস্কাশন হতে না পারায় নগরীর ব্যস্থতম বাণিজ্যিক কেন্দ্র টেরীবাজারের বিভিন্ন মার্কেটে পানি ডুকে মালামাল নস্ট হওয়ার খবর পাওয়া যায়।
ব্যবসায়ীদের এ ক্ষতির সংবাদ পেয়ে সমিতির বিভিন্ন নেতারা খবর নেন। আর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোজ খবর নিতে বিভিন্ন মার্কেটে ছুটে যান যান টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নান।
তিনি এ প্রতিবেদককে জানান, নালার স্লাভ ভেঙ্গে যায়, নালা পরিস্কার ছিলো না তাই বৃষ্টি পানি যথাযথ নিস্কাশন হতে না পেরে টেরীবাজার জনতা মার্কেট সহ ১০টি মার্কেটে বৃষ্টির পানিতে প্লাবিত ও জলাবদ্ধতার কারনে মালামাল ভিজে কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে টেরীবাজার ব্যবসায়ীদের।
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) জন্য মার্কেট বন্ধ থাকার কারণে দোকানে কেউ ছিলোনা তাই সব দোকানে পানি ডুকে নিচে থাকা সব কাপড় ভিজে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।
টেরীবাজার জনতা মার্কেট, শাহ্ বাগ মার্কেট, ছমদিয়া মার্কেট, খাজা মার্কেট, গাউছিয়া মার্কেট, শাহ্ আমানত মার্কেট, কবির মার্কেট, জনতা মার্কেট বাই লেইন সহ বিভিন্ন মার্কেট এবং দোকান পানিতে প্লাবিত ও জলাবদ্ধতার স্বীকার হয়েছে। এতে দোকান বন্ধ থাকায় পানি সার্টারের ফাঁক দিয়ে ঢুকে যাওয়ায় কোটি টাকা মালামাল ভিজে ক্ষয় ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।