প্রতিনিধি, কুমিল্লাঃ
কুমিল্লায় নাঈম নামের স্থানীয় এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভারত বাংলাদেশ সীমান্তে ৪/৫ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি করে তাকে হত্যা করে বলে জানা যায়।
বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন সরকার নাঈম (২৮) পাশের ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের উলুয়া গ্রামের মোশারফ হোসেন সরকারের ছেলে।
তিনি আনন্দ টেলিভিশনের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন। স্থানীয় সংবাদপত্র ‘দৈনিক কুমিল্লার ডাক’-এর স্টাফ রিপোর্টার ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন বলেন, ‘মহিউদ্দিন সরকার নাঈমকে রাত ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শরীরে চার-পাঁচটি গুলি লেগেছে। আমরা তাঁকে মৃত অবস্থায় পাই।’
বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, হায়দ্রাবাদনগরে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় গত রাতে চার-পাঁচজনের একদল দুর্বৃত্ত নাঈমকে এলোপাতাড়ি গুলি করে। গুলির শব্দ পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয়দের মাধ্যমে হাসপাতালে পাঠান। এরই মধ্যে দুর্বৃত্তরা পালিয়ে যায়।