রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন হল, ড্রেনে মশা নিধন কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
বিশ্ববিদ্যালয়ের ক্রয়কৃত দুইটি মশক নিধন মেশিনের মাধ্যমে মশা নিধন কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের হলসহ বিভিন্ন ভবনে আজ থেকে এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে বলে জানানো হয়।
মশা নিধন কর্মসূচি উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, হল প্রাধ্যক্ষ ড. মো. রওশন জাহিদ, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্ববায়ক অধ্যাপক খলিলুর রহমান খানসহ দলীয় নেতৃবৃন্দ।
মশা নিধন কার্যক্রম উদ্বোধন শেষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের নবনির্মিত মডেল ব্লকের উদ্বোধন করেন উপাচার্য। এসময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক মুসতাক আহমেদসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপ-উপাচার্যদ্বয় ও প্রাধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।##