ঢাকামঙ্গলবার , ৭ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

দোয়ারাবাজার উপজেলার উপনির্বাচনে ভোটার নেই, কেন্দ্র ফাঁকা! 

প্রতিবেদক
নিউজ এডিটর
২৮ জানুয়ারি ২০২২, ২:৫৫ পূর্বাহ্ণ

Link Copied!

আশিস রহমান ::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহন চলছে। গতকাল (২৭ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল আটটা থেকে উপজেলার ৫৯টি ভোট কেন্দ্রে শুরু হয়েছে ভোট গ্রহণ। শেষ হয় বিকাল চারটায়। সকাল থেকে এ রিপোর্ট লেখার সময় (২৭ জানুয়ারি) দুপুর তিনটা পর্যন্ত উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে সাধারণ ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি।

উপজেলা সদরের দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সুরমা ইউনিয়নের শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেংরা মাধ্যমিক বিদ্যালয়, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সমুজ আলী স্কুল এন্ড কলেজ, বাংলাবাজার ইউনিয়নের বড়খাল বহুমুখী স্কুল এন্ড কলেজ, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাউরা মাদ্রাসা ভোট কেন্দ্র ঘুরে আনসার পুলিশ ছাড়া সাধারণ ভোটারদের উপস্থিতি দেখা যায়নি। সকাল থেকে দুপুর পর্যন্ত বেশিরভাগ ভোট কেন্দ্র ফাঁকা থাকতে দেখা গেছে। সাধারণ ভোটারদের উপস্থিতি ও ভীড় না থাকায় বসে থেকে সময় পার করেছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা। অন্যান্য নির্বাচনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেলেও কোনো কেন্দ্রে এবার তা চোখে পড়েনি।

উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আসা ভোটার উমরিত মিয়া জানান, ‘গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজে ব্যস্ত। উপনির্বাচন নিয়ে কারো আগ্রহ নাই। মানুষ কিছুক্ষণ পরপর দুয়েকজন এসে যার যার ভোট দিয়ে চলে যাচ্ছে। কোনো ঝামেলা নেই।’
সুরমা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, ‘ভোটারদের উপস্থিতি খুব কম। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খবর পাঠানো হয়েছে কেন্দ্র এসে ভোট দিয়ে যেতে।’

নির্বাচনের দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুদ্দিন জানান, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আশাবাদী শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপর চেয়ারম্যান পদটি শূন্য হয়। গত ১৯ ডিসেম্বর দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান শূণ্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। উপজেলার ৯ ইউনিয়নে ১ লাখ ৩০ হাজার ৭৬ রয়েছেন, যাদের মধ্যে পুরুষ ৬৪ হাজার ১৩৪ ও মহিলা ভোটার সংখ্যা ৬৫ হাজার ৯৪২ জন। নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম, কাপপিরিচ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান আল তানভীর আশরাফী বাবু, আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল বারী, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবু সালেহ।

108 Views

আরও পড়ুন

বগুড়া স্টেশনে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাই কালে চার ছিনতাইকারি গ্রেফতার

আদমদীঘিতে স্বামী শ্বশুর ও ভাসুরের নির্যাতনে গৃহবধু এখন হাসপাতালে

ফিলিস্তিনিদের জন্য রাজপথে নামলো কক্সবাজার জেলা ছাত্রলীগ।

লোহাগাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব‌ সম্পন্ন

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার

নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ফ্যামিলি বাসাসহ ৪ দোকান পুড়ে ছাই !!

সুন্দরবন’র আগুন নিয়ন্ত্রণে এলেও শংকা কাটেনি এখনও

শেরপুরে ‌’কানেক্ট জাপান এডুকেশন’ ট্রেনিং সেন্টারের উদ্বোধন

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চলছে তীব্র তাপদাহ এতে জনজীবন অতিষ্ঠ গ্রীন ভয়েস কক্সবাজার জেলার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

রাসিক মেয়রের সাথে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।