ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

রংপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ভিশন
৮ জানুয়ারি ২০২২, ৮:০৫ অপরাহ্ণ

Link Copied!

রংপুরের বদরগঞ্জে ঈশিতা জাহান (২৫) নামের এক গৃহবধূকে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় স্বামী মনিম সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ জানুয়ারি) বিকালে মনিম সরকারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান।

মুনিম সরকার উপজেলার বিষ্ণুপুর কালিগঞ্জ এলাকার তোইয়ব আলী মাস্টারের ছেলে। তিনি স্ত্রী ঈশিতা জাহানকে নিয়ে কালিগঞ্জে নিজ বাড়িতে থাকতেন।

পুলিশ ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর আগে বিষ্ণুপুর কালিগঞ্জ গ্রামের মনিম সরকারের সঙ্গে পাগলাপীর গঞ্জিপুর শাহাপাড়া গ্রামের ঈশিতা জাহানের প্রেম করে বিয়ে হয়। পরে প্রেমের বিয়ে পরিবারের উভয় পক্ষ মেনে নেয়। বিয়ের এক বছর পর থেকে প্রায় প্রতি রাতেই মনিম নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে যৌতুকের টাকার জন্য ঈশিতাকে মারধর করতেন। ঈশিতার বাবা বিয়ের পর দুই দফায় দুই লাখ টাকার যৌতুক দেন। আরও এক লাখ টাকা দাবি করে মনিম। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তিন বছর সংসার করার পর ২০১৯ সালে ঈশিতা তার নিজের বাড়িতে চলে যায় এবং ডিভোর্স দেয়। ২০২০ সালের শেষে আবারও তাদের বিয়ে হয়। গত শুক্রবার সন্ধ্যার দিকে যৌতুকের আরও এক লাখ টাকার জন্য স্ত্রীকে লাঠি দিয়ে পেটাতে থাকেন মনিম। একপর্যায়ে ঈশিতা অচেতন হয়ে গেলে মনিম নিজেই তাঁকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বদরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে মনিমকে আটক করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমা বেগম বলেন, ওই গৃহবধূর গলা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

গৃহবধূর পিতা ইলিয়াস শাহ অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই আমার ছোট মেয়ে ঈশিতা জাহানকে মারধর করত জামাতা মনিম। এ কারণে তাদের ডিভোর্স হয়। ডিভোর্সের এক বছর পর আবারও তাদের বিয়ে হয়। আবারও মনিম টাকার জন্য আমার মেয়ের ওপর অত্যাচার শুরু করে। মেয়ে আমাকে ফোন দিয়ে প্রায়ই বলতো। শুক্রবার সন্ধ্যায় একইভাবে আমার মেয়েকে যৌতুকের এক লাখ টাকার জন্য পিটিয়ে হত্যা করে। গতকাল সন্ধ্যায় মনিম আমার বাড়িতে ফোন দিয়ে বলে ঈশিতা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত মনিমকে আটক করা হয়েছে। গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

176 Views

আরও পড়ুন

পাঙাল হাফেজ শফিকুলের কৃতিত্ব: হিফজ শেষে বিজ্ঞান বিভাগেও জিপিএ-৫

গাইবান্ধায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

কাপাসিয়ায় জেলা জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ

ফেনীর ফুলগাজীতে বন্যায় পানিবন্দিদের উদ্ধার করলো ফুলগাজী ফায়ার সার্ভিস টিম

শান্তিগঞ্জে বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণ 

টেকনাফে চার শতাধিক অসহায়-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে র‌্যাব ও কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে এসএসসি ফলাফলে শীর্ষে সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয় ও পিছিয়ে সুরমা উচ্চ বিদ্যালয়

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ