ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
ছাতকে মহান বিজয় দিবসে শিখা সতের শহীদ মিনার থেকে ফুল গুলো লুটপাটের ঘটনায় উপজেলাজুড়েই ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
গত ১৬ ডিসেম্বর ভোরে উপজেলার কালারুকা
ইউপির মাধবপুরের ছাতক ও গোবিন্দগঞ্জ সড়কের শিখা সতের শহীদ মিনারের এ ঘটনা ঘটে।
জানাযায়,গত বৃহস্পতিবার ভোরের সাড়ে ৬টার দিকে ছাতকের মাধবপুরস্থ শিখা সতের শহীদ মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এখানে
নানা শ্রেণির মানুষ এখানে আনুষ্ঠানিক ভাবে ফুল দিয়ে আসছে। কিন্তু ফুল দেয়ার পরপরই কিছু সময়ের মধ্যে আকস্মিক ভাবে এগুলো লুটপাট হয়ে যায়।
২ মিনিট ৪০ সেকেন্ডের পৃথক তিনটি ভিডিওতে লক্ষ্য করা যায়, অসংখ্য ফুলের তোড়ায় ভরপুর ছিল শিখা সতের শহীদ মিনার। সময়টা সকাল ৭টা। এসময় প্রশাসনের কোন কর্মকর্তা-কর্মচারীকে দেখা যায়নি। কয়জন ছেলে মেয়ে একটি ফুলের তোড়া নিয়ে মিনারে উঠে রাখতে চাইলেও পারেন নি। তাদের হাত থেকেই এক শ্রেনির নারী, শিশু ও কিশোররা জুতা পায়ে শহীদ মিনারে উঠে ফুলের তোড়া ছিনিয়ে নিতে টানা-টানি শুরু করে। এতে তারা প্রায় বিব্রতকর অবস্থায় পড়েন। মুহুর্তের মধ্যে ফুলে ভরপুর শহীদ মিনার শুন্য হয়ে পড়ে।
স্থানীয় সচেতন মহল বলছেন, উপজেলা প্রশাসনের গাফিলতির কারণে মহান বিজয় দিবসের প্রাক্কালে এ অনাকাংখিত ঘটনা ঘটেছে। এখানে প্রশাসনের পক্ষ থেকে কিছু সময়ের জন্য নিরাপত্তা প্রহরী রাখলে এ ধরনের ঘটনা ঘটতো না।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শহীদ মিনার থেকে ফুল ছিনিয়ে নিয়ে গেলে তাঁর কিছু করার নেই। তবে বিষয়টি তিনি পুলিশকে জানাবেন বলে জানান।