রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীরে নির্মাণাধীন মসজিদের ছাদ থেকে পড়ে নুরুজ্জামান সরকার জামাল (৩৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) সকালে খালাশপীর কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণাধীন তৃতীয়তলা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান সরকার জামাল পেশায় নির্মাণশ্রমিক ছিলেন। তিনি পার্শ্ববর্তী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল এলাকার আছর উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, খালাশপীর জামে মসজিদের তৃতীয় তালার কাজ চলছিল। প্রতিদিনের মতো আজ সকালে সেখানে নির্মাণশ্রমিকরা কাজে আসেন। কাজের একপর্যায়ে ছাদের ওপরে হাঁটার সময়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সহযোগী শ্রমিকরা তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
গোলাম রব্বানী নামের এক নির্মাণশ্রমিক জানান, সবাই যার কাজ করা নিয়ে ব্যস্ত ছিল। এরই মাঝে নুরুজ্জামান ছাদের কিনারা দিয়ে হাঁটতে গিয়ে পা ফসকে নিচে পড়ে যান। এতে শব্দ হলে সবাই নিচে নেমে তাকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অপমৃত্যু মামলা হিসেবে দেখানো হবে।
রাফিউল ইসলাম রাব্বি / এনভি