জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা হয়। ফাইল ছবি
জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
দুপুর ১২ টার দিকে ভিসির বাসভবনের সামনে এ ঘটনা ঘটে ।
এ ঘটনায় সাংবাদিক সহ ছাত্রী হেনস্তার মত ঘটনাও ঘটেছে বলে জানা গেছে ।
আন্দোলনকারী এক শিক্ষক এ সময় আক্ষেপ করে বলেন যে, আজ যারা একজন দুর্নীতিগ্রস্থ মানুষের পক্ষে অবস্থান করেছে তারা তাদের বিবেক কে প্রশ্ন করে দেখুন যে , আপনারা কি ঠিক কাজ করতেছেন ?
এর আগে গতকাল ভিসির বাসার সামনে মুখোমুখি অবস্থান নিয়েছিল উপাচার্য পন্থী ও উপাচার্য বিরোধী শিক্ষক ও ছাত্র ছাত্রী ।