সাব্বির হোসেন সাকিব:
ওগো নারী,
তোমাদের তরে
শ্রদ্ধা করে বাঁচিতে যেন পারি।
নারীদের যারা অবলা ভাবে
নির্বোধ জনতা,
তারা কি জানে?
এ জগতে নারীদের সম্মান কতটা!
ভোগের বস্তু নয়তো
ওরা মমতাময়ী জাতি,
বিপদে-আপদে, সুখে-দুঃখে
ওরা পুরুষের চিরসাথী।
মনে আছে?
সেই একাত্তরের নারীদের বীরগাথা?
তারামন বিবি, সেতারা বেগম,
মনে পড়ে সেই কথা?
মাদার তেরেসা, নাইটিঙ্গেল
আর রোকেয়ার কথা বলি,
মানবতার তরে নিজেদের সুখ
নিজেরাই দিল বলি।
আমরা পুরুষ
মাঝে মাঝে যেন ভুলে যাই সেই কথা,
কোন না কোন নারীই
মোদের গর্ভধারিণী মাতা।
তিন’শ দিনের অধিক সময়
পেটে নিয়ে সন্তান,
কত কষ্ট মা সহ্য করে
তবু করেনা অভিমান।
কিছু নরপশুদের হিংস্র চোখে
বিলাসী পণ্য নারী
নারী নির্যাতন, শিশুধর্ষণ
উদাহরণ যে তারই।
নুসরাত মরে আগুনে পুড়ে
পেলনা তো নিস্তার,
পাঁচ বছরের শিশুটিও হয়
যৌনতার শিকার।
পুরুষতান্ত্রিক সমাজ
শুধু নারীদের করে ছোট,
আর কতকাল সইবে এসব
সরব হয়ে ওঠো।
ওগো নারী,
থেকোনা নীরব হয়ে ওঠো সোচ্চার,
প্রয়োজন হলে প্রতিবাদ করো
হাতে নিয়ে তলোয়ার।