রিপন মিয়া, মৌলভীবাজার প্রতিনিধি।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত ১৩ জন, জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্ত ৫ জন, ইসলামী আন্দোলন ১ জন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ৪৪ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এছাড়া সাধারণ সদস্য পদে ১৩টি ইউনিয়নে ৪৮৪ জন, সংরক্ষিত সদস্য পদে ১৭৮ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১ নং বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন। ২ নং বড়ভাকৈর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন। ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন। ৪ নং দীঘলবাক ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৬ জন। ৫ নং আউশকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৪৫ জন। ৬ নং কুর্শি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৬ জন। ৭ নং করগাও ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন। ৮ নং নবীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩৬ জন। ৯ নং বাউশা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ২৯ জন। ১০ নং দেবপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫’জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩৮ জন। ১১ নং গজনাইপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪ জন। ১২ নং কালিয়ারভাংগা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন এবং সাধারণ সদস্য পদে ৩৩ জন। ১৩ নং পানিউমদা ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ২৫ জন মনোনয়নপত্র জমা দেন।
এসময় শো-ডাউন ও মিছিল করতে দেখা যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের।