সুনামগঞ্জ প্রতিনিধি:
পথ যেন হয় শান্তির মৃত্যুর নয় এই স্লোগান কে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে নিরাপদ সড়ক দিবস ও মাসব্যাপী জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসষ্টেশন থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়। এসময় নিসচা জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নিসচা জেলা শাখার উপদেষ্টা মনির উদ্দিন মনির, জসিম উদ্দিন, সভাপতি মোশাহিদ আলম তালুকদার মহিম, দূর্গটনা ও গবেষণা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদক কর্ণ বাবু দাস, সদস্য তহুর মিয়া,আপ্তাব উদ্দিন, আবু হানিফ, নুর হোসেন পরান, হানিফ উল্লাহ,রনি,সাগর,আল আমিন,মারপত আলী অন্তর,বিজয়, সামিউল করিম,জাবেদ আহমেদ, নূরজানান নূরি, রেজিনা প্রমুখ।