ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
  1. সর্বশেষ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছাতকে ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালন

প্রতিবেদক
নিউজ ভিশন
২৯ সেপ্টেম্বর ২০২১, ১:৩৩ পূর্বাহ্ণ

Link Copied!

অলিউর রহমান,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ছাতক-দোয়ারা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম উৎসব পালন করা হয়েছে।

ছাতক শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মন্টু বাবুর মাঠ) প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে ৭৫ কেজি ওজনের কেক কাটেন মুহিবুর রহমান মানিক এমপি।
মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে কেক কাটার পর জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান শুরু হয় বিকেল ২টায়। অনুষ্ঠান শুরুর আগে ছাতক শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পৌরসভা সহ দোয়ারাবাজার ও ছাতক উপজেলার সকল ইউনিয়ন থেকে ব্যানার, ফেস্টুন সহ স্লোগানে-স্লোগানে ও বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল সহকারে লোকজন সভা স্থলে এসে জড়ো হন। দিনভর শহরে যেন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিলো।

সোমবার রাতে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ মাঠ ও মঞ্চ পরিদর্শন করেছেন। অনুষ্ঠান সফলের লক্ষ্যে সোমবার বিকেলে শহরে শো-ডাউন করেছে যুবলীগ ও ছাত্রলীগ। মঙ্গলবার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন মুহিবুর রহমান মানিক এমপি। পরে শহরের লাল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ছাতক পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুহিবুর রহমান মানিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

ছাতক উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সদস্য আফজাল হোসেন, পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী ও সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশিদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জন্মোৎসবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ফজলুর রহমান, দোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক, জগন্নাথপুর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, ছাতক ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আখতারুজ্জামান সেলিম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, দোয়ারা উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল খালিক, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, দেওয়ান তানভীর আশরাফি চৌধুরী বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, লিপি বেগম,
ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি উবায়দুল রউফ বাবলু, দোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক জসিম উদ্দিন রানা,
ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আফতাব হোসেন খান,
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি উবায়দুল রউফ বাবলু, দোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক জসিম উদ্দিন রানা,
ছাতক উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজাম্মুল হক রিপন, জেলা যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানি। সভায় কোরআন তেলাওয়াত ও দোয়া পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি। সভায় ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, আমিরুল হক, কাজী আনোয়ার মিয়া আনু, আখলাকুর রহমান, মুরাদ হোসেন, শায়েস্তা মিয়া, আব্দুল হেকিম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, আলহাজ্ব নূরুল ইসলাম, আখলুছ মিয়া, আফজাল আবেদীন আবুল, বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, ফজর উদ্দিন, মোজাহিদ আলী, আওয়ামীলীগ নেতা আজমান আলী, চান মিয়া চৌধুরী, জিতু মিয়া, মোশাহিদ আলী, আফতাব উদ্দিন, সাব্বির আহমদ, গিয়াস উদ্দিন, এড. শামছুর রহমান, এড. মনির উদ্দিন, এড. জমির উদ্দিন, আলা উদ্দিন, নিতাই রায়, কালিদাস পোদ্দার, মিজানুর রহমান জাবেদ, পীযুষ দাস, সিরাজুল ইসলাম, জোয়াদ আলী, সিলেট সিটি কাউন্সিলর বিক্রমকর সম্রাট, সাবেক কাউন্সিলর আছাব মিয়া, আব্দুল আউয়াল, মাফিজ আলী, নজমুল হোসেন, হাফিজ আব্দুল্লাহ, মঞ্জু মিয়া, কুতুব উদ্দিন, হাজী বুলবুল, আনিছুর রহমান চৌধুরী সুমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা পীযুষ কান্তি দে, মুজিব মালদার, বাবুল রায়, আবু শামা রাসেল, মুহিবুর রহমান তালুকদার টুনু, এনামুল হক, সাকের রহমান, মঞ্জুর আলম, কৃপেশ চন্দ, যুবলীগ নেতা হাজী জয়নাল আবেদীন, বিমান ঘোষ, কুহিন চৌধুরী, সুহেল মাহমুদ, ফজলু মিয়া মেম্বার, আব্দুল মালিক মেম্বার, মাহমুদুর রহমান যোসেফ, আবু হানিফা সায়মন, আনোয়ার হোসেন আলী, ইউনুছ খান, কামাল উদ্দিন, এনামুল হক তালুকদার, কামরুল হাসান কাজল, আবিদুর রহমান আঙ্গুর, রাফি আহমদ রিংকু, আমতর আলী, আঙ্গুর মিয়া, হাবিবুর রহমান, বাবুল মিয়া মেম্বার, শাহিন আহমদ, জালাল আহমদ, কামাল উদ্দিন, আরজ আলী, অতুল দেব, আব্দুল মতিন, জাকির হোসেন, রহমত মোল্লা, সেলিম আহমদ, খালেদ আহমদ, খলিলুর রহমান, শফিক মিয়া, আব্দুল করিম, রইছ আলী, ফরিদ মিয়া, তমাল দাস, গিয়াস উদ্দিন, আব্দুল কুদ্দুস শিপলু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলাম, শ্রমিকলীগ নেতা আব্দুল কুদ্দুস, আজিজুর রহমান সহ ছাতক-দোয়ারাবাজার উপজেলা ও ছাতক পৌর আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।##

170 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটি পূর্ণগঠন

চকরিয়ায় হাইওয়ে পুলিশের গাড়ি খাঁদে পড়ে নিহত-১

গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিএনপি’র বাধা, আহত ১০

জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

জামালপুরে ইফতার কম পড়ায় মারামারি, সাংবাদিকসহ ৬ জন আহত

আতিক সুজনের কবিতা : আছিয়া

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আদমদীঘিতে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা

আইএমসি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করলেন সাধারণ শিক্ষার্থীরা

সোনাগাজী বগাদানা ইউনিয়নে তাঁতীদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে সাংবাদিকদের সম্মানে শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চকরিয়ায় সাংবাদিকদের সম্মানে সাকিবের উদ্যোগে ইফতার মাহফিল

কাঠ পুড়িয়ে ব্রয়লার সংরক্ষণ: অভিযোগ উঠলো তালুকদার ‌’স’ মিলের বিরুদ্ধে