রুবেল হোসাইন (সংগ্রাম) মিঠাপুকুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরের পাইকান কৃষ্ণপুর গ্রামে আহসান হাবীব নামে রানীপুকুর স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রের চোখ নষ্টের অভিযোগ পাওয়া গিয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, অদ্য বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮.৩০,মিনিটে পূর্ব শত্রুতার জের ধরে আহসান হাবীবের পিতা ফারুকের সঙ্গে গ্রামপুলিশ গোলাম মোস্তফা(মোস্ত চৌকিদার) এর কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়,সে সময় আহসান হাবীব তার বাবাকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে চৌকিদার গোলাম মোস্তফা হাবিবের ডান চোখে আঘাত করে।এতে আহসান হাবীব মাটিতে লুটিয়ে পড়ে এবং চৌকিদারের লোকজন বেধড়ক পেটায়।আহসান হাবিবকে উদ্ধার করতে আসলে এ ঘটনায় আরো ২/৩ জন আহত হয়।
পরে স্হানীয় লোকজনের সহযোগিতায় গুরুত্বর আহত অবস্থায় আহসান হাবিবকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে,কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রেরণ করেন।
এ বিষয়ে মিঠাপুকুর থানায় আহসান হাবিবের চাচা কামরুজ্জামান বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাকির হোসেন বলেন, তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
রাফিউল ইসলাম রাব্বি / এনভি