কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন :
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই শ্লোগানে গাজীপুরের কাপাসিয়ায় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলন শেষে উপজেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায়ের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের এমপি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা কেন্দ্রীয় সমবায় চেয়ারম্যান সোলায়মান সরকার, সমবায়ী তাজউদ্দিন, খাদিজা খাতুন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মোর্শেদ মৃধা ও সভা পরিচালনা করেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা এস.এম ফাতেমা।
প্রধান অতিথি সিমিন হোসেন রিমি বলেন, সমবায়ের মাধ্যমে সত্যিকারের সাধনায় বঙ্গবন্ধু ও তাজউদ্দীন আহমদের প্রকৃত সোনার বাংলা তৈরি করা সম্ভব। জীবন মানের উন্নয়নে টিকে থাকার জন্য টেকসই জীবনমান তৈরি করতে হবে। তা একমাত্র সম্ভব সমবায়ের মাধ্যমে।