এম এ মোতালিব ভুইয়া :
সারা দেশের ন্যায় দোয়ারাবাজার উপজেলায় শনিবার জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, এ বছর উপজেলায় ২টি জেএসসি ও ১টি জেডিসিসহ মোট ৩টি কেন্দ্রে ৩হাজার ৮শত৯৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।এবারে জেএসসিতে ৩০৬১ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেবে। কেন্দ্র হচ্ছে দোয়ারাবাজার মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, ভেন্যু দোয়ারাবাজার সরকারী কলেজ আর অতিরিক্ত ভেন্যু হিসেবে সমুজ আলী স্কুল এন্ড কলেজ রয়েছে।জেএসসিতে আরেকটি কেন্দ্র হচ্ছে বড়খাল বহুমুখী স্কুল এন্ড কলেজ ভেন্যু জাহাংগীরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দোয়ারাবাজার মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান আমাদের কেন্দ্রে ১৬৫৪জন শিক্ষাথী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
বড়খাল বহুমুখী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজির উদ্দিন জানান,পরীক্ষার কক্ষসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন রয়েছে।পরীক্ষাথী ১১৩৭জন।
উল্লেখ্য যে আমবাড়ী উচ্চ বিদ্যালয়ের ২৭০জন শিক্ষার্থী সুনামগঞ্জ সদরে জুবলী সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এদিকে জেডিসি পরীক্ষায় মোট ৮৩২ ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করবে। পরীক্ষা কেন্দ্র হচ্ছে কলাউড়া ফাজিল মাদ্রাসা। বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যক্ষ মাওলানা কালিম উল্ল্যাহ।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:মেহেরউল্ল্যাহ বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। প্রথম দিনে জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে ক্বোরআন মজিদ ও তাবজিদ পরীক্ষা হবে।