ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়

বাঁধন সাহিত্য দর্পন পরিষদ সিলেট’র শোক দিবস পালন

প্রতিবেদক
নিউজ ভিশন
২০ আগস্ট ২০২১, ৫:২৫ অপরাহ্ণ

Link Copied!

সিলেট ব্যুরোঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে বাঁধন সাহিত্য পরিষদ সিলেট এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত রোববার (১৫ আগস্ট) সন্ধ্যায় শাহজালাল (রহ.) মাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর প্রতি এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি কামাল আহমেদ এর সঞ্চালনায় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহফুজুর রহমান,প্রধান বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক অধ্যাপক সিরাজুল হক, সংগঠনের উপদেষ্টা ও সিলেট প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আহমেদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জালালাবাদ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসিবুল ইসলাম পিন্টু,অনুষ্টানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এড. ছায়াদ আহমদ, সংগঠনের সহ-সভাপতি ও দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুারো চীফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া, মানবাধিকারকর্মী ও শিক্ষানবিশ আইনজীবী নাজিম উদ্দিন, মদনমোহন কলেজর ছাত্রনেতা ফাহিম হোসেন তুহিন।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অর্থ-সম্পাদক কাওসার আহমেদ রিফাত, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আব্দুল আহাদ শুভ। উপস্থিত ছিলেন ইশরাক আহমেদ, মো. ফেরদৌস মিয়া, শুভ পাল, কামরুল হাসান টিটু, রমজান আহমেদ, আদিল আফসার, আলমগীর হোসেন। কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক কামাল আহমদ, দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুছ ছোবহান প্রমুখ। আলোচনা সভায় বঙ্গবন্ধু শোকহত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মাদের মাগফেরাত কামনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে ঘাতকরা মনে করেছিলো আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ধ্বংস করে দেবে, কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। দেশের মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আজ উন্নত চূড়ায় নিয়ে যাওয়ার পদক্ষেপ বাস্তবায়নে রয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ও তাঁর পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে এই শোককে আমরা আমাদের কাজের মাধ্যমে শক্তিতে পরিণত করবো। বঙ্গবন্ধু হত্যাকারী পলাতক আসামীদের অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

বুটেক্সে আর্থিক খাতে অনিয়মের শঙ্কা, প্রশ্নবিদ্ধ তথ্য অধিকার আইনও

বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি মাওলানা ইসমাইল এখনো গ্রেপ্তারবিহীন

নিভৃতে ভেসে যায় জীবন

দোয়ারাবাজার সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রধান উপদেষ্টার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী-ড. হামিদ আযাদ

চকরিয়া নব প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষা-২৫ অনুষ্ঠিত

জুলাই সনদের স্পষ্ট ব্যাখ্যা দিলে স্বাক্ষর করবে এনসিপি

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন